১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
Advertisement

পর্যটন দিবস উপলক্ষে দুটি নতুন রিভার ট্যুরিজম প্যাকেজ শুরু রাজ্যে

রাজ্যের পর্যটন শিল্পে গতি ফেরাতে একাধিক পদক্ষেপ বিশ্ব পর্যটন দিবসকে সামনে রেখে রাজ্য সরকার একাধিক উদ্যোগ নিয়েছে।আজ পর্যটন দিবস উপলক্ষে দুটি নতুন রিভার ট্যুরিজম প্যাকেজ শুরু করা হচ্ছে। একই সঙ্গে আজ থেকে রাজ্য পর্যটন দপ্তরের নতুন অ্যাপ নতুন চেহারায় আত্মপ্রকাশ করছে বলে দপ্তরের তরফে জানানো হয়েছে।

যেখানে বিভিন্ন পর্যটন কেন্দ্র অনলাইন বুকিং এর পাশাপাশি গুগল ম্যাপ এবং নেভিগেশনের সুবিধা যুক্ত করা হয়েছে। পর্যটন দফতর জানিয়েছে জনপ্রিয়তার নিরিখে ইতিমধ্যেই দেশের সমস্ত রাজ্যের মধ্যে পর্যটন দপ্তরের এই অ্যাপদ্বিতীয় স্থানে পৌঁছেছে।যা ডাউনলোড হয়েছে এক লক্ষেরও বেশি। নতুন বৈশিষ্ট্যগুলি এই অ্যাপ এর জনপ্রিয়তা আরও বাড়াবে বলে রাজ্যের পর্যটন কর্তারা আশাবাদী।

Advertisement

পাশাপাশি পর্যটন দিবস উপলক্ষে রাজ্য পর্যটন উন্নয়ন নিগমের রিসর্ট বুকিংয়ের নিয়ম আরও সরল করা হয়েছে।পর্যটকদের উৎসাহ দিতে এদিন থেকে এক মাসের বদলে ৩ মাস আগে থেকেই ঐসব রিসর্ট বুক করা যাবে। যাতে মানুষ হাতে সময় নিয়ে ধীরেসুস্থে ভ্রমণের পরিকল্পনা করতে পারেন সেই জন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে পর্যটন দফতর সূত্রে জানা গিয়েছে।

Advertisement