১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
Advertisement

জঙ্গলমহলে ভারতীয় জনতা পার্টির ডেপুটেশন

সঞ্জয় ঘটক :সাত দফা দাবি দাওয়া নিয়ে কৃষকদের স্বার্থে বাঁকুড়া জেলার জঙ্গল মহলের সারেঙ্গা ব্লকের সারেঙ্গা বিডিও অফিসে অবস্থান বিক্ষোভ ও ডেপুটেশন দিলো ভারতীয় জনতা পাটি সারেঙ্গা মন্ডল ১ ও মন্ডল ২ এর উদ্যোগে কৃষাণ মোর্চার পক্ষ থেকে । এইদিন এই দিন এই বিক্ষোভ কর্মসূচি ও ডেপুটেশনে অংশগ্রহণ করে বাঁকুড়া জেলার কৃষান মোর্চার সভাপতি ধবলেন্দু মিশ্র, বাঁকুড়া জেলার কোষাধ্যক্ষ শুধাংশু হাঁসদা,গৌতম পন্ডা সহ স্থানীয় কর্মী থেকে নেতৃত্ব বৃন্দ । এইদিন সারেঙ্গা বিজেপি পাটি অফিস থেকে মিছিল করে বিডিও অফিসে অবস্থান বিক্ষোভ দেখায় বিজেপি নেতৃত্ব । সাংবাদিকদের মুখোমুখি হয়ে বাঁকুড়া জেলার কৃষাণ মোর্চার সভাপতি জানান যে বেশ কিছুদিন আগে জায়াদ নিম্নচাপে ফসলের ব্যাপক ক্ষতির মুখে পড়েছে কৃষকেরা ,যাতে ক্ষতিগ্রস্ত কৃষক দের প্যাকেজ পায় ,যেসমস্ত কৃষকরা ফসলের ক্ষতি হয়েছে বলে আত্মহত্যা করেছে তাদের জন্য কুড়ি লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার ব্যাবস্থা করা হয়,কৃষি ক্ষেত্রে বিদ্যুৎ বিল যাতে বিনামুল্যে দেওয়া হয় ,বিদ্যুতের মাসুল যাতে কমানো হয়,পেট্রো পণ্যের উপর রাজ্য সরকার সেস কমানোর দাবি জানানো হয় ।তিনি এও জানান যে কৃষকের স্বার্থে পশ্চিম বঙ্গ ব্যাপী প্রত্যেকটি বিডিও অফিসে বিজেপির পক্ষ থেকে এই বিক্ষোভ চলবে ২২,২৩, এবং ২৪ তারিখ পর্যন্ত।

Advertisement