১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
Advertisement

স্বচ্ছ গ্রাম সবুজ গ্রাম পূর্ব বর্ধমানে

নিজস্ব সংবাদদাতা : পূর্ব বর্ধমান জেলার ভারত সরকারের নেহরু যুব কেন্দ্র , যুব কার্যক্রম এবং ক্রীড়া মন্ত্রক,
নেহেরু যুব কেন্দ্র, বর্ধমান দ্বারা আজ স্বচ্ছ গ্রাম, সবুজ গ্রাম কার্যক্রমের অন্তর্গত এক দিবসীয় সেমিনারের আয়োজন করলো “আমাদের দল বয়েস ইউনিয়ন, শ্রীখন্ড ।

উদ্যোক্তাদের পক্ষ থেকে জানা গেছে,এই সেমিনারে ৫০ জনের অধিক প্রতিযোগি অংশগ্রহণ করেন । মুখ্য অতিথি রূপে প্রাক্তন পঞ্চায়েত সমিতির অধ্যক্ষ শ্যামা মজুমদার উপস্থিত ছিলেন। মুখ্য বক্তা ছিলেন কাটোয়া মহাবিদ্যালয়ের প্রোফেশর সুভেন্দু পাল, রবিন মজুমদার, মিহির দাস।

Advertisement

সর্ব প্রথম সুজন ঠাকুর, কার্যক্রম এবং লেখা আধিকারিক, নেহেরু যুব কেন্দ্র, বর্ধমান এই কার্যক্রমের বিষয় এবং উদ্দেশ্য সম্বন্ধে বিস্তারিত বিবরণ দেন। কার্যক্রম সঞ্চার করেন তন্ময় গুপ্ত।

Advertisement