১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
Advertisement

এখন দিলীপ ঘোষের এলাকা সব জায়গায় : দিলীপ ঘোষ

নিজস্ব প্রতিনিধি : তৃণমূল বিধায়ক এলাকায় প্রচার প্রচার শুরু করতেই বিজেপির প্রার্থী দিলীপ ঘোষকে গো ব্যাক স্লোগান,

তৃণমূল বিধায়কের এলাকা দিয়ে প্রচার শুরু করতেই দিলীপ ঘোষকে গো ব্যাক শ্লোগান, পাল্টা শ্লোগানে উত্তেজনা বর্ধমানে

Advertisement

 

 

Advertisement

 

 

Advertisement

এদিন সকালে বর্ধমান শহরের কাঞ্চননগরে বর্ধমান দক্ষিণের তৃণমূল বিধায়ক খোকন দাসের বাড়ির কাছে দিলীপ ঘোষকে গো-ব্যাক স্লোগান দেওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। পালটা বিজেপির সমর্থকরাও চোর চোর শ্লোগান দিতে থাকে। তারও পাল্টা তৃণমূলও চোর চোর বলে বিজেপির বিরুদ্ধে শ্লোগান দিতে থাকায় উত্তেজনা ছড়ায়। যদিও বড় কিছু ঘটার আগেই পুলিশী হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। এদিন এব্যাপারে দিলীপবাবু জানিয়েছেন, আমি বলে দিয়েছি হাতি চলে বাজার তো কুত্তা ভোকে হাজার। হাতি চললে কুকুররা চিৎকার করবেই, এতে ঘাবড়াবার কোনও কারণ নেই। যবে থেকে রাজনীতিতে এসেছি এসব শ্লোগান শুনছি। উল্লেখ্য, প্রচারের প্রথম দিনই দিলীপবাবু তৃণমূল বিধায়ক খোকন দাসের এলাকা বাছেন। দিলীপবাবু জানিয়েছেন, দিলীপ ঘোষ কঠিন জায়গা থেকে সরল কাজ শুরু করে। সেজন্য বার্তা দিতে এসেছি এলাকা কারোর নয়, এখন দিলীপ ঘোষের এলাকা সব জায়গায়।

 

Advertisement

 

 

Advertisement

 

 

Advertisement

দিলীপ বাবু জানান,ভোট পরবর্তী হিংসায় এখানে একটি জায়গায় আমাদের কর্মীদের দোকানে লুট করা হয়েছিল। জবাবটা আমি ওইখান থেকেই দেবো। পাইপাই জবাব দেবো। আমরাও জানি কারা লুট করেছে। সবার কাছ থেকে সুদ-সহ আদায় করব, নাহলে বর্ধমান ছাড়া করব। গুন্ডাদের জায়গা। ভদ্রলোকরা বের হয়না। কিছু ছিঁচকে চোর, সমাজবিরোধী নেতা হয়ে চমকাচ্ছে। আপনি বলে দেবেন দিলীপ ঘোষ এসেছে, সব কড়ায় গন্ডায় আদায় করবে। ভোটের পর আমাদের কর্মীদের দোকান-বাড়ি ভাঙা হয়েছে, লুট করা হয়েছে। তার জবাব দিতে আমি এসেছি। বাড়ি বিক্রি করে আমি আদায় করব।

Advertisement