১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
Advertisement

ভিশন সেন্টারের আনুষ্ঠানিক উদ্বোধন জঙ্গলমহলে

সৌমি মন্ডল :নেতাজি আই হসপিটাল রামচন্দ্রপুর ও শ্রী শ্রী বিজয়কৃষ্ণ আশ্রম রিলিফ সোসাইটি এর পরিচালনায় শ্রীরামকৃষ্ণ শিবানন্দ আশ্রম কেলাতিতে ভিশন সেন্টার এর আনুষ্ঠানিক উদ্বোধন হলো বৃহস্পতিবার। উদ্বোধন করেন বিশিষ্ট সমাজসেবী শ্রীরামকৃষ্ণ শিবানন্দ আশ্রম এর সভাপতি বিনয় কুমার মল্লিক ও শ্রী শ্রী বিজয় কৃষ্ণ আশ্রম রিলিফ সোসাইটির সাধারণ সম্পাদক হিমাদ্রি শেখর চক্রবর্তী সহআশ্রমের অধ্যক্ষ রাঘবানন্দ জি মহারাজ ।উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষক সমাজসেবী মানস মহান্তি ,অধ্যাপক আশ্রমিক সমাজসেবী সুদর্শন চক্রবর্তী ,বিশিষ্ট সমাজসেবী পদ্মলোচন কুন্ডু সহবিশিষ্ট মানুষজন। এই ভিশন সেন্টার উদ্বোধনের দিনই শতাধিক মানুষ স্বল্পমূল্যে চক্ষু পরীক্ষার সুযোগ পেলেন এ ব্যাপারে আশ্রমের অধ্যক্ষ রাঘবানন্দ জি মহারাজ বলেন,সপ্তাহের ছয়দিন এই সেন্টার খোলা থাকবে সাধারণ মানুষের জন্য ।এলাকার মানুষ অত্যন্ত গরীব আবার সেন্টারটি চালু রাখতে কিছু অর্থের প্রয়োজন তাই স্বল্পমূল্যে মাত্র ৫০ টাকা বিনিময়ে চক্ষু পরীক্ষা করা হবে। এখানে একজন ডাক্তার বাবু ও তার সহকর্মীরা নিয়মিতভাবে থাকবেন ।সিমলাপাল থেকে আসা রোগী বিপদতারণ সৎপতি কপিলা গ্রাম থেকে আসা রবি লোচন মন্ডল , পুকুরিয়া গ্রামের ফুলমনি টুডুরা বলেন এই ধরনের একটি চক্ষু পরীক্ষা শিবির চালু হওয়ায় আমরা খুবই খুশি। প্রত্যন্ত এলাকায় স্বল্পমূল্যে এই ধরনের একটি সেন্টার চালু করায় আশ্রমের অধ্যক্ষসহ উদ্যোক্তাদের আন্তরিক কৃতজ্ঞতা জানাই। এক প্রশ্নের উত্তরে হিমাদ্রি শেখর চক্রবর্তী বলেন আমাদের নেতাজি আই হসপিটালের এটি এগারতম ভিশন সেন্টার। রাজ্যের বিভিন্ন জায়গায় এরকম আরও দশটি ভিশন সেন্টার আমাদের চালু রয়েছে।আজ কয়েক বছর ধরে এখানে আমরা বছরে কয়েকটি চক্ষু পরীক্ষা শিবির করতাম এবং প্রায় ৩০০ জন রোগীর চোখের ছানি বিনামূল্যে অপারেশন করিয়ে এনেছি ।এলাকার মানুষের চোখের প্রতি যত্ন কম তাই এখানে একটি স্থায়ী সেন্টার চালু করলাম মহারাজের আন্তরিক ইচ্ছায়।আশা করি প্রত্যন্ত এলাকার গরিব মানুষগুলো অল্প পয়সায় সুচিকিৎসা পাবেন।

Advertisement