১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
Advertisement

সাহিত্য পরিষদের গ্রীষ্ম ঋতুবরণ

নিজস্ব সংবাদদাতা :বঙ্গীয় সাহিত্য পরিষদ এর বর্ধমান শাখা বর্ধমান সাহিত্য পরিষদের উদ্যোগে মাসিক দ্বিতীয় সাহিত্য সভা অনুষ্ঠিত হলো নিজস্ব ভবনে। এই দিনের এই কর্মসূচিতে,কবি, লেখক, সাহিত্যিক, সংগীত শিল্পীদের অনেকের উপস্তিতিতে অনুষ্ঠান প্রানবন্ত হয়ে ওঠে। আজকের আলোচনার বিষয় থাকে ঋতু পরিবর্তনে গরম কালের প্রকৃতির বর্ণনা সাথে কবিতা পাঠ ও সংগীত পরিবেশন, ডিরোজিও কে নিয়ে জন্মদিন এ শ্রদ্ধা জানানো হয়।

 

Advertisement

 

 

Advertisement

 

সঞ্চলনায় ছিলেন সম্পাদক কাশী নাথ গাঙ্গুলী ও সমাপ্তিকা মন্ডল, আলোচনা তে অংশ নেন কবি, নাট্যকার, দেবেশ ঠাকুর, কবি, সাহিত্যিক নিখিল চক্রবর্তী, নিতাই মুখার্জি, প্রদীপ ব্যানার্জী, শিক্ষক মানব সরকার, সাংবাদিক অপূর্ব দাস, ডিরওজিও কে নিয়ে সাহিত্যিক দেবেশ ঠাকুর ও নিখিল চক্রবর্তীর স্মৃতি চারণা সবাই কে মুগ্ধ করে, নিজস্ব লেখা গরম কালকে নিয়ে কবিতা পাঠ করেন কাশীনাথ গাঙ্গুলী, লক্ষণ দাস ঠাকুরা, দেবনাথ মুখার্জি, অশোক বর্মন, প্রীতিলতা ব্যানার্জী, সুধীর হাজরা, তাপস ভূষণ সেনগুপ্ত, সৌম পাল, সৌরেন ঘোষ, রথীন পার্থ মন্ডল।

Advertisement

 

 

Advertisement

 

 

Advertisement

 

সংগীতে অংশ নেন, শুভ্রা সরকার, করবী মল্লিক, রুমা গুহ, রত্না সরকার, সমাপ্তিকা মন্ডল,স্মৃতি চারণা ও কবিতা পাঠে অংশ নেন সাহিত্য গবেষক বিদ্যা ভূষণ ভট্টাচাৰ্য।

Advertisement