১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
Advertisement

বর্ধমান সদর প্যায়ারা নিউট্রিশন ওয়েলফেয়ার সোসাইটি কর্মসূচি

নিজস্ব সংবাদদাতা :বর্ধমান সদর প্যায়ারা নিউট্রিশন ওয়েলফেয়ার সোসাইটি বাড়াল, বনগ্রাম,হাটকোন্ডা এলাকায় ৬০ জন দুঃস্থ রোজাদারদের ১০ দিনের ইফতারের ব্যবস্থা করলো।সাথে করা হলো রোজাদারদের স্বাস্থ্য পরীক্ষাও। আনোয়ারা বিবি, নুরজাহান বিবি,তুহিমা খাতুন,হারা মল্লিক ,আসান আলি প্রমুখরা জানান,এমন অনুষ্ঠান আগে হয়নি।মর্জিনা বিবি বলেন,এমন অস্বাভাবিক গরমে রোজার সময় ইফতারের সাহায্য পেয়ে আমি খুব খুশি।

 

Advertisement

 

 

Advertisement

সোসাইটির সম্পাদক প্রলয় মজুমদার জানান, ইফতারের খাবার বাজারে পাওয়া গেলেও যা পাওয়া যায় না তা হলো দোয়া । আপনাদের দোয়া আমাদের চলার পথের পাথেয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চৈতালি ঘোষ,সুদীপ দাস, ঐন্দ্রিলা সাধু খাঁ, মনীষা মন্ডল সহ অন্যান্য সদস্যরা।

Advertisement