১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
Advertisement

সায়গল কে দিল্লিতে জেরা করার অনুমতি দিল আদালত, বিপাকে অনুব্রত

মোল্লা জসিমউদ্দিন : আরও বিপাকে পড়লেন বীরভূমের দাপুটে তৃণমূল নেতা অনুব্রত মন্ডল। গরুপাচার মামলায় অস্বস্তি বাড়ল কেস্টর । সোমবার দিল্লির এক আদালত অনুব্রতের  দেহরক্ষী সায়গল হোসেনকে এবার দিল্লি নিয়ে গিয়ে জেরা করার অনুমতি দিল ইডি কে । অনুব্রত সংক্রান্ত বহু গুরুত্বপূর্ণ তথ্য সায়গলের কাছে রয়েছে বলে দাবি ইডির। এদিন  সেই সায়গলকেই দিল্লি নিয়ে গিয়ে জেরা করার অনুমতি দিল দিল্লির এক নিম্ন  আদালত। সোমবার  দিল্লির রউস অ্যাভিনিউ কোর্টে আবেদন করেছিল ইডি। ইডি সূত্রে প্রকাশ , মঙ্গলবারই সায়গল হোসেন কে বাংলা থেকে নিয়ে যাওয়া হতে পারে দিল্লিতে।উল্লেখ্য , গরুপাচার  মামলাতে অনুব্রতের দেহরক্ষীকে হেফাজতে নিয়েছে ইডি। এই সংক্রান্ত মামলা চলছিল দিল্লি হাইকোর্টেও। ইডিই ওই মামলা করেছিল। পাশাপাশি, আরও একটি মামলা চলছিল কলকাতা হাইকোর্টে। গত ১১ অক্টোবর কলকাতা হাইকোর্টে সায়গল হোসেন কে দিল্লি নিয়ে যাওয়া অনুমতি চাইলে ইডিকে আদালত বলেছিল, -‘ দিল্লিতে নিয়ে গিয়ে সায়গলকে জেরা করার প্রয়োজন কি? ইডির আইনজীবী পাল্টা যুক্তি দিয়েছিলেন, -‘ এই মামলা দিল্লিতে বলেই তাঁরা নিয়ে যেতে চান সেখানে।

 

Advertisement

 

 

Advertisement

 

এর পরই বিচারপতি জানিয়ে দেন, -‘ দিল্লি হাইকোর্ট যদি হাজিরা দিতে বলে, যদি ওয়ারেন্ট দেখাতে পারেন, তবে অনুমতি দেওয়া যেতে পারে’। সেই অনুমতিই মিলল সোমবার।গরুপাচার মামলায় অভিযুক্ত জেলবন্দি তৃণমূল নেতা অনুব্রতের দেহরক্ষী সায়গলকে গত ৭ অক্টোবর আসানসোল জেলে নিয়ে ইডির আধিকারিকরা টানা  জেরা করেন। তারপর তাঁকে গ্রেফতার করা হয়। যদিও আসানসোল আদালত এই গ্রেফতারিকে মান্যতা দেয়নি। এর পরই ইডি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়।

Advertisement

 

 

Advertisement

 

 

Advertisement

আদালতের অবসরকালীন বেঞ্চে মামলাটি উঠেছিল ।কলকাতা হাইকোর্টের  বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে মামলাটি শুনানি চলেছিল। তবে সায়গল  হোসেনকে দিল্লি নিয়ে যাওয়ার ইডির আবেদন খারিজ করে দেয় কলকাতা হাইকোর্ট। এরপর সোমবার দিল্লির এক নিম্ন আদালত সায়গল হোসেন কে দিল্লি নিয়ে গিয়ে জেরা করার অনুমতি দিল। মঙ্গলবার সায়গল কে আসানসোল জেলখানা থেকে দিল্লি নিয়ে যেতে পারে ইডি।

Advertisement