১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
Advertisement

সাহিত্য পরিষদের হোলি উৎসব

নিজস্ব সংবাদদাতা : আজকে মা সর্বমঙ্গলা মন্দিরে বঙ্গীয় সাহিত্য পরিষদ এর বর্ধমান শাখা বর্ধমান সাহিত্য পরিষদ এর উদ্যোগে মনোরম পরিবেশে অনুষ্ঠিত হলো বসন্ত উৎসব, কবি, সাহিত্যিক, লেখক ও বহু সংগীত শিল্পীদের উপস্তিতি তে জম জমাটি অনুষ্ঠান হয়ে গেলো | অনুষ্ঠানের সভাপতি ছিলেন কবি, সাহিত্যিক, নাট্যকার দেবেশ ঠাকুর |প্রথমে সম্পাদক কাশী নাথ গাঙ্গুলী বসন্ত উৎসবের তাৎপর্য নিয়ে সুন্দর বক্তব্য রাখেন |এর পরে দেবেশ ঠাকুর, সাহিত্যিক সঞ্জীব চক্রবর্তী, কবি আবু মনিরুদ্দিন, নিতাই মুখার্জি, প্রদীপ ব্যানার্জী, আইনজীবী সঞ্জয় ঘোষ, উদয় শঙ্কর কোনার, শিক্ষক মানব সরকার, সাংবাদিক অপূর্ব দাস, কবি দিব্যেন্দু বোস, সঞ্জয় মন্ডল সবার প্রতি শুভেচ্ছা জানান |সমবেত সংগীতের মধ্যে অনুষ্ঠান শুরু হয়, আড়াই ঘন্টা ধরে অনুষ্ঠান চলে |

 

Advertisement

 

সঞ্চালনা করেন সমাপ্তিকা মন্ডল, সংগীতে অংশ নেন বিশিষ্ট শিল্পীদের মধ্যে লিলি দাস, মণিদীপা মজুমদার, গার্গী মল্লিক, সমাপ্তিকা মন্ডল, করবি ঘোষ,মনো মালা সতপতি, পম্পা ঘোষ, রুমা গুহো, দেবনাথ মুখার্জি, কাজল সাহা, মিতা মন্ডল, তাপস ভূষণ সেনগুপ্ত, মানসী মিত্র, রত্না সরকার, স্বাতী ব্যানার্জী, সোমা রায়, স্মৃতি কণা রায়, পূর্বাশা ভান্ডারী, রিতা সাউ, প্রীতি বিশ্বাস, কবিতা পাঠে অংশ নেন সুষমা মিত্র, লক্ষণ দাস ঠাকুরা, অরুন শিকদার, সায়ন্তি হাজরা, অশোক বর্মন, দীপেন শীল, বাচিক শিল্পী সোমা রায়, সুজাতা দাস, মিতা দত্ত, নমিতা রাউথ, মৌসুমী সাহা, সুধীর কুমার হাজরা,এছাড়া ও সংগীতে অংশ নেন শুভশ্রী বোস, সুনন্দা ভট্টাচাৰ্য,সৌমিলি বসু, মধুমিতা পিরি।

Advertisement