১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
Advertisement

সাহিত্য পরিষদের শিশু দিবস পালন

নিজস্ব সংবাদদাতা :আজ বঙ্গীয় সাহিত্য পরিষদ এর বর্ধমান শাখা বর্ধমান সাহিত্য পরিষদ এর পক্ষ থেকে নিজস্ব ভবনে পণ্ডিত জওহরলাল নেহেরুর জন্ম দিবস শিশু দিবস হিসাবে পালিত হয়।

 

Advertisement

 

 

Advertisement

 

 

Advertisement

প্রথমে নেহেরুজির ছবিতে মাল্য দানের মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু হয়,মোট পনের জন শিশু শিল্পী কবিতা পাঠ ও গানে অংশ নেয়,সম্পাদক কাশী নাথ গাঙ্গুলী নেহেরুজির জীবনী নিয়ে আলোচনা শুরু করেন,কবি,সাহিত্যিক দেবেশ ঠাকুর,ডাক্তার সুশান্ত কুমার দাস,ডক্টর শ্যামোলেন্দু চ্যাটার্জী,নিতাই মুখার্জি,প্রদীপ ব্যানার্জি,অধ্যাপক সুজিত চট্টোপাধ্যায়,তাপস ভূষণ সেনগুপ্ত আলোচনা তে অংশ নেন,শিশু দের মধ্যে সৌতিক মণ্ডল,মহিমা চ্যাটার্জি,ইন্দিরা চ্যাটার্জী,রুদ্রভ পাল,শরন্যা হুই, অভিশিক্তা দাস,চন্দ্রিমা দেবনাথ,দেবাদৃতা চক্রবর্তী,দৃসানা মাঝি,অহংজিৎ বসু,সৃজারশী ঘোষ,পিন্থন বন্দ্যোপাধ্যায়,সুফী সারা জাহান,রুদ্রাশু দত্ত,দেবদীপ ঘোষ কবিতা পাঠ ও গানে অংশ নেয়,পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে গান করেন মণিদীপা মজুমদার,করবি ঘোষ,রুবি আজমী,স্বাগতা বন্দ্যোপাধ্যায়,রুমা গুহ,সোমা ভট্টাচার্য, শুক্লা মজুমদার,সৌম মন্ডল,অনুষ্ঠান পরিচালনাতে ছিলেন দুরন্ত নাগ, বিশ্বনাথ ধীবর, কাজল সাহা, যমুনা চ্যাটার্জি।

Advertisement