১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
Advertisement

গানের তালে বাবুল

জলপাইগুড়ি, জয়ন্ত বর্মণ :গানের তালে প্রচার সাড়লেন বাবুল সুপ্রিয়

 

Advertisement

 

সকাল থেকে বৃষ্টি হলেও পর্যটন মন্ত্রী বাবুল সুপ্রিয়র জনসভা হলো। আড়াইটার কিছু পড়ে ধূপগুড়ি ব্লকের ঝাড়আলতা ২ গ্ৰাম পঞ্চায়েতের খট্টিমারিতে আসেন বাবুল সুপ্রিয়। কিন্তু বৃষ্টির কারণে কর্মী সমর্থকদের উপস্থিতি কম থাকায় প্রথমে মঞ্চে উঠতে চাননি বাবুল। তবে আকাশ কিছুটা হতেই কিছুক্ষণের মধ্যেই কয়েকশো মানুষ উপস্থিত হন মাঠে। এরপর তিনি মঞ্চে বক্তব্য রাখেন। তার বক্তব্যে উন্নয়নমূলক প্রকল্পগুলো যেমন তুলে ধরেন তেমনি সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান তিনি। পাশাপাশি মঞ্চে তিনি গানও করেন। তিনি বলেন, হাটা সাবন কি ঘাটা।তার গানের তালে হাততালি দিতে দেখা যায় সবাইকে।

Advertisement

 

 

Advertisement

 

এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ৭ দিনে ৫৬ টা প্রোগাম করেছি। মানুষের বিপুল সাড়া পাচ্ছি।

Advertisement