১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
Advertisement

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্ম দিবস পালন সাহিত্য পরিষদের

নিজস্ব সংবাদদাতা :রবিবার সন্ধ্যায় বর্ধমান সাহিত্য ভবনে সাহিত্য সম্রাট বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায় এর জন্ম দিবস মর্যাদার সাথে পালন করে বর্ধমান সাহিত্য পরিষদ।

 

Advertisement

 

 

Advertisement

 

 

Advertisement

 

 

Advertisement

 

প্রথমে প্রতিকৃতিতে মাল্যদানের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়,পরে জীবনী নিয়ে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, আলোচনাতে অংশ নেন সম্পাদক কাশীনাথ গাঙ্গুলি, কার্যকরী সভাপতি অধ্যাপক সুকান্ত সেন, কবি, নাট্যকার সাহিত্যিক দেবেশ ঠাকুর, সাংবাদিক উদিত সিংহ ।

Advertisement

 

 

Advertisement

 

 

Advertisement

 

 

Advertisement

 

পাশাপাশি উপস্থিত ছিলেন, কল্লোল চৌধুরী, দীবেন্দু বোস, অনন্ত মণ্ডল, সঞ্জয় মণ্ডল, মেহবুব হাসান, মানব সরকার, সমপ্তিকা মণ্ডল, প্রীতিলতা ব্যানার্জি প্রমুখ সাংস্কৃতিক জগতের ব্যাক্তিরা, সঙ্গীত পরিবেশন ও আব্বৃতি করেন সাথী ব্যানার্জি, শুভ্রা সরকার, কাজল সাহা, মিতা মণ্ডল, তাপস ভূষণ সেনগুপ্ত, সুষমা মিত্র, করবি ঘোষ, রুবী আজমী, সন্দীপন গুপ্ত, যমুনা চ্যাটার্জি।

Advertisement