১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
Advertisement

বিশ্বের পঞ্চম উচ্চতম শৃঙ্গ জয় করেন পিয়ালী

রাকেশ চক্রবর্তী; হুগলি

একদিন অসুস্থ বাবার জন্য মাকালু অভিযান না করেই চন্দননগরে ফিরে এসেছিলেন পিয়ালী বসাক।

Advertisement

সেই মাকালু শৃঙ্গ জয় করলেন আজ।

নেপালের এজেন্সি পাইওনিয়ার এডভেঞ্চার জানিয়েছে,আজ সকাল সাতটা থেকে আটটা নাগাদ মাউন্ট মাকালু যা বিশ্বের পঞ্চম উচ্চতম শৃঙ্গ সেটি জয় করেন পিয়ালী বসাক।

Advertisement

এভারেস্ট ও লোৎসে জয়ের পর আরো দুটি হাট হাজারী শৃঙ্গ জয় করলেন চন্দনগরের পাহাড় কন্যা।

 

Advertisement

 

 

Advertisement

 

গত ৯ ই মার্চ অন্নপূর্ণা ও মাকালু পর্বত শৃঙ্গ জয় করার লক্ষ্যে বাড়ি থেকে বেরিয়ে ছিলেন পর্বত আরোহী পিয়ালী। ১৭ই এপ্রিল সোমবার সকালে পৃথিবীর দশম উচ্চতম ৮০৯১ মিটার অন্নপূর্ণা পর্বত শৃঙ্গ জয় করেন।

Advertisement

 

 

Advertisement

 

 

Advertisement

২০১৮ সালে পৃথিবীর অষ্টম উচ্চতম শৃঙ্গ মানাসুলু জয় করেছিলেন পিয়ালী। তারপর ২০২১ সালে সপ্তম উচ্চতম শৃঙ্গ ধৌলাগিরি জয়। ২০২২ সালে পৃথিবীর সর্বোচ্চ শিখড় এভারেস্টে ওঠেন পিয়ালী। তার দুদিন পরেই পৃথিবীর চতুর্থ উচ্চতম শৃঙ্গ লোৎসে জয় করেন।

 

Advertisement

 

 

Advertisement

 

এবার লক্ষ ছিল অন্নপূর্ণা আর মাকালু এক সঙ্গে জয়।কিন্তু বাবা তপন বসাকের অসুস্থতার খবরে গত ২৪ এপ্রিল বাড়ি ফিরে আসেন পিয়ালী।২৭ শে এপ্রিল মাকালু অভিযানে বের হন।মে মাসের প্রথম সপ্তাহে মাকালু বেস ক্যাম্পের উদ্দেশ্য রওনা দেন।আজ সকালে সামিট করেন।

Advertisement

এনিয়ে ছটি আট হাজারি পর্বত শৃঙ্গ জয় করলেন পিয়ালী।

Advertisement