১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
Advertisement

সাহিত্য পরিষদের কর্মসূচী

নিজস্ব সংবাদদাতা :আজ বর্ধমান সাহিত্য পরিষদ ভবন এ কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্ম দিবস মর্যাদার সাথে পালন করা হয়, প্রতিকৃতিতে মাল্যদান ও জীবনী নিয়ে আলোচনা করা হয়।

 

Advertisement

গান পরিবেশন, কবিতা আবৃত্তি করা হয়,প্রথমে সম্পাদক কাশী নাথ গাঙ্গুলি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জীবনী নিয়ে বক্তব্য রাখেন, আলোচনায় অংশ নেন অধ্যাপক সুজিত চট্টোপাধ্যায়,ডাক্তার অমলেন্দু চট্টোপাধ্যায়, নিতাই মুখার্জি, সুজিত চক্রবর্তী, সঞ্জয় মণ্ডল, সাংবাদিক অপূর্ব দাস।

 

Advertisement

সঙ্গীত পরিবেশন করেন লিলি দাস, সৌম্য মণ্ডল,স্বাতী ব্যানার্জি, রুবী আজমী, সোমা ভট্টাচার্য, কবিতা আবৃত্তি করেন তাপস ভূষণ সেনগুপ্ত, শুক্লা গাঙ্গুলি, মুক্তা রায়, শিক্ষক দেবিপদ বসু, মিতা মণ্ডল, যমুনা চ্যাটার্জী, সুধীর হাজরা, বিশ্বনাথ ধীবর প্রমূখ।

Advertisement