১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
Advertisement

সাহিত্য পরিষদের কবি প্রণাম

নিজস্ব সংবাদদাতা :আজ বিশ্ব কবি রবীন্দ্র নাথ ঠাকুরের ১৬৩তম জন্মদিবস মর্যাদার সাথে পালন করলো বঙ্গীয় সাহিত্য পরিষদ এর বর্ধমান শাখা বর্ধমান সাহিত্য পরিষদ।

 

Advertisement

 

 

Advertisement

 

মাল্যদানের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়, কবি, সাহিত্যিক, লেখক,গানের শিল্পী ৪০জন অনুষ্ঠানে অংশ নেন, সম্পাদক কাশীনাথ গাঙ্গুলী কবির জীবনী নিয়ে প্রথম আলোচনা শুরু করেন, বিশিষ্ট সাহিত্যিক সমরেশ মজুমদার এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে এক মিনিট নীরবতা পালন করা হয়, গানে, কবিতার মধ্যে দিয়ে আজ কবি কে শ্রদ্ধা জানানো হয়, কবি, নাট্যকার, দেবেশ ঠাকুর, অধ্যাপক সুজিত চট্ট পাধ্যায়, নিতাই মুখার্জি, পঞ্চানন মুখার্জি, বৈদ্যনাথ কোনার, মানব সরকার, বিদ্যাভূষণ ভট্টাচাৰ্য, উদিত সিংহ, অপূর্ব দাস, শুক্লা গাঙ্গুলী, সমাপ্তিকা মন্ডল, মুক্তা রায়, নিখিল চক্রবর্তী, স্বাগতা বন্দ্যোপাধ্যায়, তাপস ভূষণ সেনগুপ্ত, সৌরেন ঘোষ, সঞ্জয় মন্ডল, করবি ঘোষ, কল্পনা রায়, শুভ্রা সরকার, শুষমা মিত্র, সুধীর হাজরা, রুমা গুহ, রুবি আজমী, কাজল সাহা, বিশ্বনাথ ধীবর, মানসী মিত্র, সৌম মন্ডল সব্যসাচী কোনার অহংজিৎ বসু প্রমুখ।

Advertisement