১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
Advertisement

হারিয়ে যাওয়া ব্যাগ খুঁজে দিল আরপিএফ বাহিনী

নিজস্ব সংবাদদাতা :হারিয়ে যাওয়া ব্যাগ খুঁজে দিয়ে আবার এক নজির সৃষ্টি করলো বাঁকুড়া রেল সুরক্ষা বাহিনী। গত ৪ঠা ডিসেম্বর বাঁকুড়ার কেথার ডাঙ্গার বাসিন্দা আব্দুল রউফ বাইন খড়গপুর গোমো প্যাসেঞ্জার ট্রেনে গরবেতা থেকে বাঁকুড়া আসেন।

বাঁকুড়া স্টেশনের তিন নম্বর প্লাটফর্ম থেকে ট্রেনটি চলে যাওয়ার আব্দুল বাবু বুঝতে পারেন তিনি তার ব্যাগটি ট্রেনেই ফেলে এসেছেন। তিনি সঙ্গে সঙ্গে বিষয়টি রেল পুলিশকে জানান। তিনি জানান ওই ব্যাগে কিছু ওষুধ, জামা কাপড় ও একটি মোবাইল ফোন ছিল যার বাজারমূল্য ১৩০০০ টাকা।তার কাছ থেকে যাবতীয় বিবরণ শুনে বাঁকুড়া রেল সুরক্ষা বাহিনী এস আই একে পান্ডে এবং এনএসআই এ কুমারী সঙ্গে সঙ্গে যোগাযোগ করেন স্টেশনের দায়িত্বে থাকা রেল সুরক্ষা বাহিনীর কনস্টেবল এ কুমার ও বিএনরাও এর সঙ্গে।

Advertisement

তাদের চেষ্টায় ব্যাগটি উদ্ধার হয় এবং আব্দুর রউফ বাইন এর কাছ থেকে যথাযোগ্য প্রমাণ দেখে ব‍্যাগটি তার হাতে তুলে দেয়া হয়। ব্যাগটি অত্যধিক খুশি আব্দুল বাবু জানান শুধুমাত্র রেল সুরক্ষা বাহিনীর জন্যই আজ ব্যাগ সমেত গুরুত্বপূর্ণ জিনিস গুলি তিনি ফিরে পেলেন।

Advertisement