১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
Advertisement

শুরু হলো জঙ্গলমহল উৎসব

সঞ্জয় ঘটক :বাঁকুড়া জেলার জঙ্গল মহলের সারেঙ্গা ব্লকের সারেঙ্গা মিশন ময়দানে শুরু হলো অষ্টম বর্ষ জঙ্গল মহল উৎসব।
পশ্চিম বঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যাযের অনুপ্রেরণায় পশ্চিমাঞ্চল উন্নয়ন বিষয়ক দপ্তরের উদ্যোগে চারটি ব্লক নিয়ে জেলার জঙ্গল মহল উৎসব শুরু হয় আজ।অনুষ্ঠান শুরুর আগে সিধু ও কানুর মূর্তিতে মাল্য দান করে শ্রদ্ধার্ঘ্য জানান উপস্থিত ব্যাক্তিরা,এই অনুষ্টানের পাশাপাশি মূল মঞ্চে অথিতিদের বরণ করার পর প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে ৮ম তম জঙ্গল মহল উৎসবের সূচনা করেন তালডাংরার বিধায়ক অরুপ চক্রবর্তী । উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঁকুড়া জেলা পরিষদের সভাধিপতি তথা রাইপুর বিধান সভার বিধায়ক মৃত্যুঞ্জয় মুর্মু,তালডাংরার বিধায়ক অরুপ চক্রবর্তী,প্রাক্তন মন্ত্রী শ্যামল সাঁতরা, খাতরা মহকুমা শাসক মৈত্রী চক্রবর্তী, খাতরা মহকুমা পুলিশ আধিকারিক,সারেঙ্গা থানার আধিকারিক,বন আধিকারিক প্রমুখ ।
উলেখ্য জঙ্গল মহলের কৃষ্টি সংস্কৃতিকে তুলে ধরার জন্য জঙ্গল মহল উৎসবের সূচনা করেন পশ্চিম বঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । এই মেলায় রয়েছে আদিবাসী নৃত্য যেমন পাতা,সহরাই, লাগরে,দাঁসাই থেকে শুরু করে ঝুমুর,বাউল,নানারকম প্রতিযোগিতা মূলক অনুষ্টানের পাশাপাশি থাকছে বিভিন্ন ধরণের সাংস্কৃতিক অনুষ্ঠান ।এই অনুষ্ঠান চলবে জানুয়ারি ১৭,১৮,১৯ তারিখ পযন্ত । বাঁকুড়া জেলার চারটি ব্লক অর্থাৎ সারেঙ্গা,রাইপুর,সিমলাপাল ও রানিবাঁধ নিয়ে এই জঙ্গল মহল উৎসব। মেলায় রাজ্য সরকারের মোট ৩৫ টি স্টল রয়েছে এই স্টলগুলিতে রয়েছে সাইবার সুরক্ষা ও সচেতনতা বিভাগ,জেলা পুলিশ,বন দপ্তর,স্বাস্থ্য দপ্তর,খাদ্য সরবরাহ বিভাগ,সুসংহত শিশু বিকাশ প্রকল্প থেকে শুরু করে নানা দপ্তর ।

Advertisement