১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
Advertisement

ইতিহাসবিদ সাহিত্যিক যোগেশ্বর চৌধুরীর স্মরণ সভা

নিজস্ব সংবাদদাতা :প্রয়াত ইতিহাস বিদ, সাহিত্যিক যজ্ঞেশ্বর চৌধুরির স্বরণ সভা পালন করলো বঙ্গীয় সাহিত্য পরিষৎ এর বর্ধমান শাখা বর্ধমান সাহিত্য পরিষদ।

জীবনী নিয়ে আলোচনা, সংগীত ও কবিতা পাঠের মধ্যে দিয়ে তাঁকে সন্মান জানানো হয়।

Advertisement

 

 

Advertisement

 

 

Advertisement

 

সাহিত্য পরিষদ এর সম্পাদক কাশী নাথ গাঙ্গুলি জীবনী নিয়ে আলোচনা শুরু করেন, অথিতি দের মধ্যে সাহিত্যিক প্রাক্তন বর্ধমান বিশ্ববিদ্যালয় এর কিউরেটর ড. রঙ্গন কান্তি জানা, সাহিত্যিক অধ্যাপক সঞ্জীব চক্রবর্তী, প্রবীণ সাংবাদিক রানা সেনগুপ্ত, সাহিত্যিক, শিক্ষক মানব বন্ধ পাধ্যায়,অধ্যাপক শ্যাম সুন্দর বেরা, দেবজ্যোতি মন্ডল, পরিষদ এর সহ সভাপতি নিতাই মুখার্জি, প্রদীপ ব্যানার্জী, জীবনী তুলে ধরে ওনার কর্ম জীবন নিয়ে, ওনার প্রকাশিত বই নিয়ে আলোচনা করেন, সংগীত পরিবেশন করেন শুক্লা গাঙ্গুলি, সমাপ্তিকা মন্ডল, রুবি আজমী, করবি ঘোষ, কবিতা পাঠ করেন তাপস ভূষণ সেনগুপ্ত, সঞ্চলনা করেন সাংবাদিক উদিত সিংহ, অনুষ্ঠান পরিচালনায় সহয়তা করেন সাংবাদিক দুরন্ত নাগ, সংগীত শিল্পী স্বাগতা বন্দ্যোপাধ্যায়, মিতা মন্ডল।

Advertisement