১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
Advertisement

ব্যতিক্রমী রক্তদান শিবির,জঙ্গল মহল সারেঙ্গাতে te

  বাঁকুড়া জেলা জঙ্গল মহল সারেঙ্গা ব্লকে এক ব্যতিক্রমী রক্তদান শিবিরের আয়োজন করলো সারেঙ্গা ব্লকের চিলতোড় গ্রাম পঞ্চায়েতের ঢেপুয়া মিতালি সংঘ। ব্লাড ব্যাঙ্কে গ্রীষ্ম কালীন রক্তের চাহিদা মেটাতে রক্তদান শিবিরের আয়োজন করেছিল এই প্রত্যন্ত এলাকার এই গ্রাম।

তবে যেখানে বিভিন্ন রক্তদান শিবিরে মহিলা রক্তদাতার সংখ্যা সেভাবে লক্ষ্য করা যায়নি, সেখানে এই রক্তদান শিবিরে বাড়ির মা, কাকিমা, জ্যাঠাইমাদের রক্তদান করার উৎসাহ ছিল চোখে পড়ার মতো। উল্লেখ্য, চিলতোড় অঞ্চলের ছোট্ট জনপদ ঢেঁঁপুয়া। প্রায় ৩৫ টি পরিবারের বসবাস এই গ্রামে।

Advertisement

আজকের রক্তদান শিবিরে ১৭ জন মহিলা সহ মোট ৬০ জন রক্তদান করেন। রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন সারেঙ্গা থানার আই সি সুজিত ভট্টাচার্য্য, চিলতোড় গ্রাম পঞ্চায়েতে প্রধান, এলাকার বিশিষ্ট সমাজসেবী তারা শংকর মহাপাত্র, এলাকার বিশিষ্ট সমাজসেবী তারাপদ মহাপাত্র সহ অনান্য বিশিষ্ট ব্যক্তিরা।

 

Advertisement

রক্তদাতাদের হাতে গোলাপফুল দিয়ে জানানো হয় শুভেচ্ছা। ঢেপুয়া মিতালী সংঘের সেক্রেটারি রঞ্জিত মহাপাত্র এই বিষয়ে যানান যে গ্রীষ্ম কালীন যে রক্তের চাহিদা হয় সেই রক্তের চাহিদা মেটানোর জন্য এই রক্তদান শিবির ।

Advertisement