১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
Advertisement

বর্ধমান রাজ কলেজের এনএসএস ইউনিটের উদ্যোগ

নূতন ভোরের প্রতিবেদন :বর্ধমান শহরে পূনরায় ক্রমাগত বাড়ছে কোরোনা সংক্রমণের হার। প্রথম ও দ্বিতীয় ঢেউয়ের সময় মানুষ যতটা সাবধান ছিল তাও হ্রাস পাচ্ছে এখন।

প্রশাসনের বার বার অনুরোধের পরও মানুষ মাস্ক ব্যবহার ও সামাজিক দুরুত্ব কে ততটা গুরুত্ব দিচ্ছে না। দেবেন কাকে গুরুত্ব? মাস্ক আর দূরত্ব ও আমরা চাইলেই আমরা পারবো, কোরোনা কে দূরে তাড়াবো স্লোগান এর সাথে পুলিশ ও প্রশাসনের আদেশানুসার মাস্ক পরা ও সামাজিক দুরুত্ব কে মেনে চলার অনুরোধ জানাতে আজ পথে নামলো বর্ধমান রাজ কলেজের এন.এস.এস ইউনিট।

Advertisement

পদযাত্রাটি শুরু হয় মান্ডেলা পার্ক এর সামনে থেকে এবং মিউনিসিপ্যালিটি হয়ে রাজ কলেজ এ গিয়ে শেষ হয়। যেহেতু কোরোনার পর আজ থেকে সারা রাজ্যের স্কুল কলেজ খুলছে তাই কলেজের ছাত্র-ছাত্রীদের মাধ্যমেই সমাজ কে এই বার্তা দেওয়ার কর্মসূচি রাখা হয়। এই রাইলি তে মোট ৫০ জন ভলান্টিয়ার নিজের হাতে সচেতন বার্তা লিখে পোস্টের বানিয়ে অংশগ্রহণ করে।

Advertisement