১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
Advertisement

ভুতুড়ে পোস্টাল ব্যালট ইস্যু করা নিয়ে কমিশনে অভিযোগ দায়ের সিপিআইএমের

সনাতন গড়াই, পশ্চিম বর্ধমান : ভুতুড়ে পোস্টাল ব্যালট ইস্যু করা নিয়ে কমিশনে অভিযোগ দায়ের সিপিএমের। লোকসভা নির্বাচনের প্রাক্কালে এই অভিযোগ সামনে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে।

 

Advertisement

 

 

Advertisement

সিপিএমের পশ্চিম বর্ধমান জেলা সম্পাদক মন্ডলীর সদস্য পঙ্কজ রায় সরকারের অভিযোগ, “বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের দুর্গাপুর পশ্চিম বিধানসভার ৪১ নম্বর ওয়ার্ডের শ্রমিক নগরের ২৬১ নম্বর বুথে নয়জনের নামে পোস্টাল ব্যালট ইস্যু হয়েছে।

 

Advertisement

 

 

Advertisement

তাদের মধ্যে পাঁচ জন মৃত। অভিযোগ, মৃত ভোটারদের সরকারি কাজে যুক্ত বলে পোস্টাল ব্যালট ইস্যু হচ্ছে। সেই পোস্টাল ব্যালট তাদের বাড়িতে যাবে না বরং চলে যাবে তৃণমূলের দলীয় কার্যালয়ে। শুধু দুর্গাপুর পশ্চিম বিধানসভার ২৬১নম্বর বুথেই নয় বর্ধমান দুর্গাপুরের বিভিন্ন বুথে একই চিত্রই দেখা যাচ্ছে।

 

Advertisement

 

 

Advertisement

তৃণমূলকে সুবিধা পায়ে দিতে চাইছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের সম্পূর্ণ ব্যর্থতাকেই দায়ী করেন তিনি।”এদিকে সিপিএমকে কটাক্ষ করে পাল্টা পশ্চিম বর্ধমান জেলা তৃণমূলের সহ-সভাপতি উত্তম মুখোপাধ্যায় বলেন,”৩৪ বছর ধরে মৃত মানুষের ভোট দিয়ে এসেছেন ওরা। এখন মরে ভূত হয়ে গেছে তাই স্বপ্ন দেখছে।

 

Advertisement

 

 

Advertisement

মৃত মানুষের ভোট একটাও পড়বে না বলেও জানিয়ে দেন তিনি। নির্বাচন প্রক্রিয়া ভারতীয় নির্বাচন কমিশনের অধীনে। ওদেরকে বলুন আমাদের বলে কি হবে বলেও কটাক্ষ করেন।” যদিও মহকুমা নির্বাচন কমিশন সূত্রে খবর,”এখনো কোনো পোস্টাল ব্যালট ইস্যুই হয়নি। সমস্ত তথ্য যাচাই করার পরেই প্রবীণ ভোটারদের পোস্টাল ব্যালট ইস্যু করা হয়। চালায় নির্বাচন কমিশনের আধিকারিকরা।”

Advertisement