১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
Advertisement

হৃদরোগে আক্রান্ত এক ব্যক্তি কে বাঁচালো আরপিএফ

পাপিয়া বারুই :হৃদরোগে আক্রান্ত এক ব্যক্তিকে বাঁচালো বাঁকুড়া আরপিএফ। আজ দুপুর দেড়টা নাগাদ বাঁকুড়া আরপিএফ এর আধিকারিক জে মাহাতো যখন স্টেশনে তার দায়িত্ব সামলাচ্ছিলেন তখন তিনি দেখেন যে স্টেশনের চলমান সিঁড়ির কাছে এক ব্যক্তি বুকে হাত দিয়ে পড়ে যান। সঙ্গে সঙ্গে তিনি সেখানে ছুটে যান এবং সেই ব্যক্তিকে উদ্ধার করেন। ওই ব্যক্তির সঙ্গে তার বাড়ির লোক ছিল। তাদের মাধ্যমেই জানা যায় ওই ব্যক্তির নাম পিন্টু মণ্ডল। বাড়ি বাঁকুড়ার শালবনী তে। তিনি বাঁকুড়া স্টেশনে রেলের ইলেকট্রিক্যাল বিভাগের কর্মী। আজ সকালে তিনি মেদিনীপুর আদ্রা প্যাসেঞ্জার ট্রেনে বাঁকুড়া এসেছিলেন। ষ্টেশনে নেমে যখন চলমান সিঁড়িতে তিনি উঠতে যান তখনই বুকে ব্যথা অনুভব করেন এবং ওই স্থানেই পড়ে যান। এদিকে এই ঘটনা দেখে মাহাতো বাবু আরপিএফ এর ডিউটি অফিসার এ কে পান্ডে কে বিষয়টা জানান এবং তৎক্ষনাৎ ওই ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসা পরিষেবা প্রদান এর ব্যবস্থা করা হয়। পরবর্তীতে তাকে বাঁকুড়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় এবং বর্তমানে তার অবস্থা স্থিতিশীল বলে চিকিৎসকরা জানিয়েছেন। রেল পুলিশের এই সাহায্য পেয়ে পিন্টু বাবু কৃতজ্ঞতা জানান।

Advertisement