১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
Advertisement

জঙ্গলমহলের সাংস্কৃতিক মিলনমেলা

সঞ্জয় ঘটক :আজ বাঁকুড়া জেলা জঙ্গল মহল সারেঙ্গা ব্লকের সারেঙ্গা মিশন ময়দানে শুরু হলো সারেঙ্গা পঞ্চায়েত সমিতি ও সমষ্টি উন্নয়ন আধিকারিক করণের উদ্যোগে পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যাযের অনুপ্রেরণায় জঙ্গল মহলের চিরন্তন সাংস্কৃতির মিলনমেলা ৮ম জঙ্গল মহল উৎসব ।এইদিন স্বাধীনতা সংগ্রামী বীর সিধু ও কানহু মূর্তিতে মাল্যদান করে মঞ্চে প্রদীপ প্রজ্বলনের মধ্যদিয়ে শুরুহয় এই জঙ্গল মহল উৎসব । এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঁকুড়া জেলা রায়পুরের বিধায়ক মৃত্যুঞ্জয় মূর্ম্মু, সারেঙ্গার বিডিও ফাহিম আলোম, সারেঙ্গা থানার আইসি সুজিত ভট্টাচার্য্য, বন আধিকারিক সুরজিৎ কুমার মজুমদার, সারেঙ্গা পঞ্চায়েত সমিতির সভাপতি আল্পনা লোহার,বিশিষ্ট সমাজসেবী সুব্রত মিশ্র, তারাশঙ্কর মহাপাত্র সহ বিশিষ্টজনেরা ।

এই অনুষ্ঠানে রায়পুরের বিধায়ক মৃত্যুঞ্জয় মূর্ম্মু বলেন যে এটি একটি প্রতিযোগিতা মূলক অনুষ্ঠান ,এই অনুষ্ঠানে আদিবাসী সম্প্রদায়ের নৃত্য যেমন সারপা,লাগড়ে, পাতা এই সকল প্রতিযোগিতায় যারা স্থান অধিকার করবে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় সেই সকল প্রতিযোগীকে ট্রফি তুলে দেওয়া হবে মঞ্চ থেকে এবং যারা প্রথম স্থান অধিকার করবে তাদেরকে জেলায় অংশগ্রহণনের জন্য সুযোক করে দেওয়া হবে ।

Advertisement