১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
Advertisement

বড়জোড়ায় বিক্ষোভ সিপিআইএমের

মান্টি ব্যানার্জি :বড়জোড়া ব্লক জুড়ে বুথে বুথে প্রশাসনের মদতে তৃণমূলের ছাপ্পা, গণনায় জালিয়াতি ও স্ট্রং রুম থেকে সিপিআইএম প্রার্থীর পক্ষে ছাপ মারা ব্যালট বের করে তৃণমূলের পক্ষে ছাপ দিয়ে ভোট কে প্রহশনে পরিণত করা হয়।

 

Advertisement

 

 

Advertisement

 

জঙ্গলে জেলা পরিষদের ৩৫ নম্বর আসনের সিপিআইএম প্রার্থী শ্যামলী রায় এর পক্ষে ছাপ মারা ব্যালট জঙ্গলে পাওয়া যায়। উচ্চ আদালতে মামলা করে পার্টি।

Advertisement

 

 

Advertisement

 

 

Advertisement

আজ বড়জোড়ার বি ডি ও ‘র কাছে বিক্ষোভ ও ডেপুটেশন দেওয়া হয়।

উপস্থিত ছিলেন পার্টির জেলা সম্পাদকমন্ডলীর সদস্য যদুনাথ রায়, জেলা নেতা সুজিত চক্রবর্তী, সুজয় চৌধুরী, মহাদেব সিংহ ও সাগর বাদ্যকর প্রমুখ।

Advertisement

 

 

Advertisement

 

পুলিশ আটকানোর চেষ্টা করলে ব্যারিকেড ভাঙার চেষ্টা করে কর্মীরা। ধস্তাধস্তি হয় পুলিশের সাথে। পরে ডেপুটেশন দেওয়া হয় বি ডি ও কে।

Advertisement

পুনরায় নির্বাচন করা ও দোষীদের শাস্তির দাবী ওঠে বিক্ষোভ থেকে।

Advertisement