১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
Advertisement

কল্যাণী বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদ সভা

নুতন ভোরের প্রতিবেদন : যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্র স্বপ্নদীপ কুন্ডুকে নগ্ন করে প্রথমে র‍্যাগিং তারপর তাকে ছাদ থেকে ফেলে হত্যা করার প্রতিবাদে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্র ছাত্রী, সমস্ত বিভাগের গবেষক, অধ্যাপকমন্ডলী, ও কর্মচারীদের নিয়ে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় বুধবার। বাম অতিবাম হায়নারা যেভাবে দিনের পর দিন স্বপ্নদীপের মত ফুটফুটে স্বপ্নদের স্বপ্নকে হত্যা করে নিজেদের আধিপত্য বজায় রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে, সেটার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ চলবে বলে জানান গবেষক নেতা তুহিন ঘোষ।

 

Advertisement

 

স্বপ্নদীপের মত আর যাতে কারো স্বপ্ন হত্যা না হয়, যাতে আর কোনো তরুণ তুর্কি শিক্ষার আলোয় এসে অন্ধকারে নিমজ্জিত না হয়, সেই প্রচেষ্টা আমাদের সকলের থাকবে বলে বক্তব্য রাখেন গবেষক রাজা মেহেদী, ছাত্রনেতা মামুন হাসান প্রমুখ। ইতিহাস বিভাগের গবেষক ফারুক আহমেদ বলেন, বিভিন্ন বিভাগের সিনিয়র অধ্যাপকেরা উপস্থিত থেকে ছাত্র-ছাত্রীদের একটা আস্থার বার্তা দেন এদিন।

Advertisement