১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
Advertisement

কল্যাণী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা বিজ্ঞান বিভাগে এক দিনের জাতীয় আলোচনা সভা

নূতন ভোরের প্রতিবেদন : কল্যাণী বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবিজ্ঞান বিভাগে অনুষ্ঠিত হল একদিনের জাতীয় আলোচনা সভা। বিষয় ছিল ‘বহুমুখী প্রেক্ষিতে শিক্ষা’ (EDUCATION from Multiple Perspectives)। আলোচনাসভায় উপস্থিত ছিলেন কল্যাণী বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মানস কুমার সান্যাল, প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি এবং কল্যাণী বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য অধ্যাপক ড. গৌতম পাল, শিক্ষাবিজ্ঞান বিভাগের ডিন অধ্যাপক দেব প্রসাদ সিকদার মহাশয়।

 

Advertisement

 

 

Advertisement

 

 

Advertisement

 

অনুষ্ঠানে তাঁদের মূল্যবান বক্তব্য রেখে সভাটিকে সমৃদ্ধ করেন বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক ড. গোপালচন্দ্র ভট্টাচার্য; মহারাজা সায়াজিরাও বিশ্ববিদ্যালয়, বরোদা-র প্রাক্তন উপাচার্য অধ্যাপক ড. রমেশচন্দ্র জি. কোঠারি; এবং রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সনৎ কুমার ঘোষ। বিভাগের সকল অধ্যাপক অধ্যাপিকাবৃন্দ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে এই বিভাগের প্রাক্তন ছাত্র ও গবেষক বর্তমানে নন্দলাল বি.টি কলেজের অধ্যাপক ড. সুরপতি প্রামাণিককে সম্বর্ধনা জানানো হয় স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে প্রস্তুত সারা বিশ্বের ২শতাংশ বিজ্ঞানীদের তালিকায় নিজের নাম নথিভূক্ত করার মতো অসামান্য কৃতিত্বের জন্য। আলোচনা সভায় আগত গবেষক-গবেষিকাগণ তাঁদের গবেষণাপত্র পাঠ করেন। শিক্ষাবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপিকা ড. দেবযানী গুহ বলেন, “ভবিষ্যতে আরও বড়ো মাপের আন্তর্জাতিক সেমিনারের আয়োজন করার ইচ্ছা আছে, যাতে ছাত্র-ছাত্রী ও গবেষক গবেষিকারা শিক্ষাবিজ্ঞান নিয়ে তাঁদের স্বতন্ত্র কাজ ও দৃষ্টিভঙ্গী উপস্থাপন করতে পারেন।”

Advertisement