১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
Advertisement

নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলনের মেঘদুত উৎসব

মান্টি ব্যানার্জী :আজ উদয় চাঁদ লাইব্রেরি সভা ঘরে নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলনের উদ্যোগে মেঘদূত উৎসব পালন করা হয়।

 

Advertisement

 

 

Advertisement

 

প্রথমে মেঘদূত উৎসব এর তাৎপর্য নিয়ে বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা কাশীনাথ গঙ্গোপাধ্যায়, অধ্যাপক সুজিত চট্টপাধ্যায়, অভিজিৎ মিত্র, সম্পাদক নিতাই মুখার্জি, প্রদীপ ব্যানার্জী, অন্যান্য অথিতি দের মধ্যে ছিলেন আইনজীবী সঞ্জয় ঘোষ, প্রধান অথিতি আবু মানিরুদ্দিন, বিশেষ অথিতি সাংবাদিক উদিত সিংহ, অনন্ত মন্ডল, দুরন্ত নাগ, মেহেবুব হাসান,ডাক্তার আবির গুহ অন্যতম অতিথি ছিলেন, গবেষক বিদ্যা ভূষণ ভট্টাচাৰ্য মেঘদূত নিয়ে বক্তব্য রাখেন।

Advertisement

 

 

Advertisement

 

 

Advertisement

শিল্পীরা গান, কবিতা পাঠ ও নাচে অংশ নেন।

 

Advertisement

 

 

Advertisement

 

সকলের উপস্তিতিতে প্রানবন্ত অনুষ্ঠান হয়, সভাপতি ছিলেন শান্তিরাম ব্যানার্জী, সমগ্র অনুষ্ঠান টি পরিচালনা করেন কাশী নাথ গঙ্গোপাধ্যায়।

Advertisement