১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
Advertisement

অনুষ্ঠিত হলো শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল

নূতন ভোরের প্রতিবেদন :এই মুহূর্তে কলকাতায় অনুষ্ঠিত হচ্ছে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। সেখানে নিজেদের ছবি নিয়ে অংশগ্রহণ করেছে বিভিন্ন পরিচালক। কিন্তু এই কলকাতার উপকণ্ঠে টালিগঞ্জের আজাদগড়ে সম্প্রতি অনুষ্ঠিত হয়ে গেল এক শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল।

 

Advertisement

 

 

Advertisement

 

 

Advertisement

 

 

Advertisement

 

বাংলা রিপোর্টার্স গিল্ড, অর্পণ ফিল্মস এবং ডিসিও র ও ও উদ্যোগেগত 24 এপ্রিল এই স্বল্প দৈর্ঘ্যের ছবি উৎসব অনুষ্ঠিত হয় যেখানে মোট 11 টি ছবি প্রদর্শিত হয়। এই এগারটি স্বল্পদৈর্ঘ্য ছবির মধ্যে তিনটি কে বেছে নেন বিচারকরা, যার মধ্যে প্রথম স্থান অধিকার করে পার্থ মিত্র পরিচালিত জেনারেশন এক্স ছবিটি, দ্বিতীয় হয় সমীর মাঝি পরিচালিত ইন্ডিয়া 75 ছবিটি ও তৃতীয় সেরা ছবি হিসেবে পুরস্কৃত হয় অজিত কুমার সাহা পরিচালিত মমতা ছবিটি।

Advertisement

 

 

Advertisement

 

 

Advertisement

 

 

Advertisement

 

 

Advertisement

পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সংগঠনের পক্ষে দেবব্রত নন্দী পরিমল কর্মকার এবং দিলীপ চৌধুরী জানান, বিনোদন ক্ষেত্রে প্রযুক্তিবিনোদন ক্ষেত্রে প্রযুক্তির উন্নতি হওয়ায় আজ সারা বিশ্বজুড়ে প্রচুর ছবি নির্মিত হচ্ছে। তার মধ্যে রবীন্দ্রনাথের ফিচার ফিল্ম রয়েছে তেমনি রয়েছে স্বল্পদৈর্ঘ্যের ছবি এবং তথ্যচিত্র ও।

 

Advertisement

 

 

Advertisement

 

 

Advertisement

 

 

Advertisement

 

কলকাতা দর্শকরা চিরকালই কাজ সিনেমা পছন্দ করেন। তাই কলকাতার দর্শক দের কিছু নতুনত্ব দিতে এই স্বল্প দৈর্ঘ্যের ছবি উৎসবের আয়োজন। এখানে নতুন নতুন পরিচালকরা তাদের ছবি প্রদর্শন করেছেন এবং বিচারকরা তাদের সেই কাজ পুঙ্খানুপুঙ্খ দেখে বিচার করে তিনটি ছবি কে পুরস্কৃত করেছেন।

Advertisement

 

 

Advertisement

 

 

Advertisement

 

 

Advertisement

আগামী দিনে কলকাতাবাসী আরো কিছু নতুনত্ব ছবির স্বাদ দিতে ,তথা নতুন পরিচালকদের উৎসাহ দান করতে এই ধরনের উৎসব আরো আয়োজন করা হবে বলেই এ দিন জানান উদ্যোক্তারা ।

Advertisement