১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
Advertisement

নেতাজি সুভাষচন্দ্র বোসের ১২৭ তম জন্ম দিবস পালন করল বর্ধমান সাহিত্য পরিষদ।

মান্টি বন্দ্যোপাধ্যায় :আজ দেশনায়ক বিপ্লবী নেতাজি সুভাষ চন্দ্র বোসের ১২৭ তম জন্মদিবস মর্যাদার সাথে পালন করে বর্ধমান সাহিত্য পরিষদ, সকাল দশটায় জাতীয় পতাকা উত্তলন করেন সম্পাদক কাশীনাথ গাঙ্গুলি, প্রতিকৃতি তে মাল্যদান, জীবনী নিয়ে আলোচনা ও সংগীত পরিবেশন করা হয় |

 

Advertisement

 

 

Advertisement

আবির গুহ, অধ্যাপক সুজিত চট্টোপাধ্যায়, সাহিত্যিক বিদ্যাভূষণ ভট্টাচাৰ্য, সুজিত চক্রবর্তী, তাপস ভূষণ সেনগুপ্ত, লিলি দাস জীবনী নিয়ে আলোচনা করেন, সমবেতো সংগীত পরিবেশন করেন শুক্লা গাঙ্গুলি, সব্যসাচী সাঁতরা, সমাপ্তিকা মন্ডল, কাজল সাহা, করবি ঘোষ, রুবি আজমী, মিতা মন্ডল, সুচরিতা, গার্গী মন্ডল, স্মৃতিকণা রায় প্রমুখ, উদিত সিংহ সংগীতে, এদিন কবি,সাহিত্যিক, লেখক ও সংগীত শিল্পীদের অনেকের উপস্থিতিতে অনুষ্ঠান প্রানবন্ত হয়ে ওঠে,

Advertisement