১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
Advertisement

যুবা উৎসব পূর্ব বর্ধমানে

পাপাই সরকার :কেন্দ্রীয় সরকারের অধিনস্ত পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের নেহেরু যুব কেন্দ্রের উদ‍্যোগে এবং শহরের লক্ষিপুর রানা প্রতাপ ক্লাবের সহযোগিতায় শহরের একটি অনুষ্ঠান বাড়িতে শুক্রবার সকাল ১১টা নাগাদ যুবা উৎসবের আয়োজন করা হয় ।এদিনের এই উৎসবে উপস্থিত ছিলেন বর্ধমান দক্ষিনের বিধায়ক খোকন দাস,৩নম্বর ওয়ার্ডের কাউন্সিলর চায়না কুমারি,বিশিষ্ট সমাজসেবি রাজু মিশ্রা,কাউন্সিলর শ‍্যামা প্রসাদ ব‍্যানার্জী সহ অনান‍্য সহ অনান‍্য কাউন্সিলররা। প্রদীপ প্রজ্জ্বলন করে উৎসবের সূচনা করেন বিধায়ক খোকন দাস সহ বিশিষ্ট ব‍্যাক্তিত্বরা।

 

Advertisement

 

এদিন ডিস্ট্রিক্ট ইয়ুথ অফিসার নেহেরু যুব কেন্দ্রের উত্তরা বিশ্বাস জানান ,মূলত এই অনুষ্ঠানে পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন বিভিন্ন জায়গা থেকে প্রতিযোগিতারা এসেছেন ছটি বিভাগে বিভিন্ন প্রতিযোগিতা হবে যেমন ফটোগ্ৰাফার,রাইটিং কমপিটিশন, ড্রিস্টিক্ট লেভেল কনটেন্ট,কালচারাল প্রোগ্ৰাম,অঙ্কন প্রতিযোগিতা সহ আরও বেশ কিছু প্রতিযোগিতা হবে।এখান থেকে যারা ভালো ফলাফল করবে তারা রাজ‍্যস্তরে এবং সেখান থেকে ন‍্যাশানাল লেভেলে পাটিসিপেট করবে।তিনি আরও বলেন বর্ধমান জেলার যেসমস্ত যুবক যুবতিরা রয়েছে তাদের যে প্রতিভা সেটা বিকশিত হতে পারে তারা যাতে প্রতিভা প্রকাশের সুযোগ পায় তারজন‍্য এই উদ‍্যোগ।

Advertisement