১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
Advertisement

প্রচারে গিয়ে ডিএসপির বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ শুনলেন সিপিআইএম প্রার্থী সুকৃতি ঘোষাল

সনাতন গড়াই ,পশ্চিম বর্ধমান : ইস্পাত নগরীর যেখানেই গেছেন সেখানেই ডিএসপির আবাসনের সমস্যা থেকে ডিএসপির পরিষেবা সংক্রান্ত অভিযোগ এসেছে সুকৃতির কাছে। কেউ বলে আবাসন নিয়ে ডিএসপি কর্তৃপক্ষ আমাদের মতোন অবসরপ্রাপ্ত কর্মীদের নাজেহাল করছে কেউ অভিযোগ করেন পানীয় জল সরবরাহ নিয়ে।

 

Advertisement

 

 

Advertisement

বুধবার সকালে ডিএসপি মেইন গেটের সামনে শ্রমিক সংগঠনের সঙ্গে যৌথ প্রচারসূচীতে অংশ নেন বাম প্রার্থী সুকৃতি ঘোষাল। সিটু ও বাম শ্রমিক সংগঠন ছাড়াও ছিলেন ইনটাক নেতৃত্ব। কারখানায় আসা শ্রমিক ও কর্মীদের কাছে তাঁর সমর্থনে ভোট চান প্রার্থী। ইস্পাত নগরীর আশীষ মার্কেট, চন্ডীদাস বাজার, প্রচার কর্মসূচী হয় প্রার্থীর উপস্থিতে। বিকেলে এএসপি মেন গেটে শ্রমিক কর্মীদের কাছে বামেদের পক্ষে ভোটের আবেদন জানান।

 

Advertisement

 

 

Advertisement

 

এরপর দুর্গাপুর ১ নম্বর ওয়ার্ডের কমলপুর থেকে রঘুনাথপুর জনসংযোগ কর্মসূচিতে অংশ নেন সুকৃতি ঘোষাল। সেখান থেকে ফের ইস্পাত নগরীতে। ৪ নম্বর ওয়ার্ডের বিদাপতি, জয়দেব, ভারতি, নাগার্জুন, নিউটন এভিনিউতে প্রচার করেন। রাতে ডিএসপি ও এএসপি অফিসার্স অ্যাসোসিয়েশনের সঙ্গে সভা করেন বাম প্রার্থী সুকৃতি ঘোষাল।

Advertisement