১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
Advertisement

সাহিত্য পরিষদের বিজয়া মিলন মেলা

প্রীতিলতা বন্দ্যোপাধ্যায় :বঙ্গীয় সাহিত্য পরিষদ এর বর্ধমান শাখা বর্ধমান সাহিত্য পরিষদ এর উদ্যোগে উদয় চাঁদ লাইব্রেরির সভা ঘরে অনুষ্ঠিত হলো বিজয়া উপলক্ষে এক সাংস্কৃতিক মিলন মেলা।

 

Advertisement

 

 

Advertisement

কবি, সাহিত্যিক, লেখক, গানের শিল্পী, নৃত্য শিল্পীদের ব্যাপক সংখ্যায় উপস্থিতিতে মনোরম অনুষ্ঠান হয়, বিকাল সাড়ে চারটা থেকে রাত সাড়ে আট টা পর্যন্ত অনুষ্ঠান চলে।

 

Advertisement

 

 

Advertisement

কবি, নাট্যকার, দেবেশ ঠাকুর আজকের সভার সভাপতি ছিলেন, স্বাগত ভাষণ দেন সম্পাদক কাশী নাথ গাঙ্গুলী, প্রধান অতিথি ছিলেন জেলা তথ্য সাংস্কৃতিক আধিকারিক রাম শঙ্কর মন্ডল, অন্যান্য অতিথি ছিলেন ডাক্তার সুশান্ত কুমার দাস, ডাক্তার আবির গুহ, অধ্যাপক অভিজিৎ মিত্র, শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন সহ সভাপতি নিতাই মুখার্জি, নিখিল চক্রবর্তী সহ পঞ্চানন মুখার্জি, প্রথম পর্যায়ে সঞ্চলনা করেন অধ্যাপক সুজিত চট্ট পাধ্যায় ও অনন্ত মন্ডল।

 

Advertisement

 

 

Advertisement

সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করেন লিলি দাস, সমাপ্তিকা মন্ডল।

 

Advertisement

 

 

Advertisement

 

প্রথমে সমবেত সংগীত পরিবেশন করা হয়, এর পর ৫৫ জন শিল্পী গান, নাচ, কবিতা পাঠে অংশ নেন, অনুষ্ঠান পরিচালনায় সহযোগিতা করেন সাংবাদিক উদিত সিংহ, দুরন্ত নাগ, অপূর্ব দাস সহ মেহেবুব হাসান, বিশ্বনাথ ধীবর, কাজল সাহা, মিতা মন্ডল, শুভ্রা সরকার, বেনজির নাজ, প্রীতিলতা ব্যানার্জী।

Advertisement

 

 

Advertisement

 

বিজয়ার শুভেচ্ছা জানানো সাথে মনোরম সাংস্কৃতিক অনুষ্ঠান আজকের সাহিত্য পরিষদ এর অনুষ্ঠান প্রানবন্ত হয়ে ওঠে,

Advertisement