১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
Advertisement

দ্বারকেশ্বরের স্নান করতে এসে আর ফেরা হলো না সীমা দেবীর

পাপিয়া বারুই :আজ সকাল নাগাদ বাঁকুড়া ১নং ব্লকের অন্তর্গত কেঞ্জাকুড়ার দ্বারকেশ্বর নদীর সঞ্জীবনী ঘাটে স্নান করতে এসে জলের স্রোতে তলিয়ে গেল এক মহিলা। স্থানীয় সূত্রে খবর রোজকার মতো আজও তিনি দ্বারকেশ্বরের ঐ ঘাটে স্থান করতে আসেন ঐ মহিলা, নাম সীমা দত্ত, বাড়ি কেঞ্জাকুড়া এলাকায়।

 

Advertisement

 

 

Advertisement

 

 

Advertisement

 

ঘটনাটি স্থানীয়দের নজরে আসতে তড়িঘড়ি খবর দেওয়া হয় বাঁকুুড়া সদর থানায় এবং কমলপুর ফাঁড়িরতে, বিলম্ব না করে ঘটনা স্থলে এসে পৌঁছয় বাঁকুড়া সদর থানা, কমলপুর ফাঁড়ির পুলিশ এবং সিভিল ডিফেন্স এর কর্মীরা। কয়েক ঘন্টা তল্লাসি অভিযান চালিয়ে ঐ মহিলার দেহ উদ্ধার করা হয়।

Advertisement

 

 

Advertisement

 

 

Advertisement

 

মহিলার দেহ উদ্ধার করে পুলিশ দেহটিকে ময়না তদন্তের জন্য বাঁকুড়া সন্মিলনী মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়। এর আগেও এই জায়গায় অনেক দুর্ঘটনা ঘটে গেছে, বারংবার একই ঘটনার পুনরাবৃত্তিতে ধন্দে স্থানীয়রা। নদীর স্রোতও খুব বেশী নেই, খাল ও খুব বেশী না তবুও এই দুর্ঘটনা কেন, এর কারন চোরাবালিতে বে-কায়দায়ই বলে মনে করছেন এলাকার বাসিন্দারা।জন্মাষ্টমীর সকাল এই ধরনে দুর্ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Advertisement