১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
Advertisement

জঙ্গল মহলে কেন্দ্রীয় মন্ত্রী

সঞ্জয় ঘটক :আজ বাঁকুড়া জেলা জঙ্গল মহল সারেঙ্গা ব্লকের সারেঙ্গাতে এলেন কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ সরকার।

 

Advertisement

 

 

Advertisement

 

৭ই মার্চ ২০২২ ভারতীয় জন ঔষধি প্রতিষ্ঠা দিবস ,সেই উপলক্ষ্যে ছোট সারেঙ্গাতে ভারতীয় জন ঔষধি কেন্দ্রের স্বাস্থ্য পরীক্ষা কেন্দ্রের উদ্বোধন ও জন ঔষধি কেন্দ্র পরিদর্শনে আসেন কেন্দ্রীয় মন্ত্ৰী ডাঃ সুভাষ সরকার । এই দিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ বাবু জানান যে আজ ৭ই মার্চ ভারতীয় জন ঔষধির প্রতিষ্ঠা দিবস ভারতবর্ষের প্রধানমন্ত্রী তিনি মানুষের কাছে কম খরচে ঔষধ পৌঁছে দেবার জন্য এই জনঔষধি কেন্দ্র শুরু করেছেন। সাড়া ভারতবর্ষে অনেক ওষুধি কেন্দ্র হয়েছে যে অন্য দোকানে ওষুধের দাম ১০০ টাকা হলে সেটা জন ঔষুধিতে কুড়ি টাকা থেকে পঁচিশ টাকা দাম পরে।

Advertisement

 

 

Advertisement

 

তিনি এও বলেন যে অনেক মানুষ ঔষধ কেনেন, জন ঔষধি কেন্দ্রে এসে ঔষধ কিনলে অনেকটাই কম দামে পাওয়া যাবে,বেশ কিছু টাকা সাসসয় হবে।সুভাষ বাবু বলেন বাঁকুড়া জেলাতে মোট তিনটি জন ঔষধির দোকান রয়েছে তার মধ্যে আছে বেলিয়াতোড়, বাঁকুড়া ও সারেঙ্গাতে ।

Advertisement