১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
Advertisement

উদার আকাশ প্রদান করল কাজী নজরুল ইসলাম স্মৃতি পুরস্কার ২০২৪ লেখক আবু সাঈদকে

নিজস্ব সংবাদদাতা, কলকাতা: বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে উদার আকাশ প্রকাশন ও পত্রিকার উদ্যোগে দুই বাংলায় সাহিত্যের বিকাশের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান, নজরুল–চর্চা, তাঁর সাম্যবাদী চিন্তা প্রজন্ম থেকে প্রজন্মে প্রসার করার জন্য নিরলসভাবে কাজ করে যাওয়া এমন ব্যক্তি, সংগঠক বা সংগঠনকে প্রথমবারের মতো ‘কাজী নজরুল ইসলাম স্মৃতি পুরস্কার ২০২৪’ প্রদান করা হল।

 

Advertisement

 

 

Advertisement

 

১৯ মে, রোববার, বিকেল ৩.৩০টায় কলকাতার উল্টোডাঙার বিধাননগর রোডের ইকমার্ড (আইসিএমএআরডি) বিল্ডিংয়ের দ্বিতীয় তলায়, রুম নং ২০১, নবীন হলে উদার আকাশ প্রকাশন ও পত্রিকা এই পুরস্কার প্রদান করে। প্রথমবার পুরস্কার পেলেন বাংলাদেশের লেখক, গবেষক, নজরুল–সংগঠক, সম্পাদক ও প্রকাশক আবু সাঈদ।

Advertisement

পুরস্কার তুলে দিলেন সাবেক সাংসদ ও জনপ্রিয় লেখক ড. মইনুল হাসান, নজরুল-প্রেমী ও কবি এমদাদুল হক নূর এবং উদার আকাশ পত্রিকা ও উদার আকাশ প্রকাশনের সম্পাদক ফারুক আহমেদ।

 

Advertisement

 

 

Advertisement

 

‘কাজী নজরুল ইসলাম স্মৃতি পুরস্কার ২০২৪’ সম্পর্কে উদার আকাশ প্রকাশন ও পত্রিকার সম্পাদক ফারুক আহমেদ বলেন, ‘‘দুই বাংলার সাহিত্য সংস্কৃতির সেবায় কাজী নজরুল ইসলাম গবেষণায় অনন্য নিদর্শনের জন্য আবু সাঈদকে বিদ্রোহী কবির নামে স্মৃতি পুরস্কার প্রদান করতে পেরে আমরা গর্বিত।’’

Advertisement

 

 

Advertisement

 

 

Advertisement

 

কাজী নজরুল ইসলাম স্মৃতি পুরস্কার প্রাপ্ত আবু সাঈদ বলেন, আমি পুরস্কার পেয়ে, আবেগ আপ্লুত। কৃতজ্ঞা উদার আকাশ পত্রিকা ও প্রকাশনকে। নজরুল ইসলাম ছিলেন একজন মানবতার কবি। তার সমস্ত জীবন কর্মে মূখ্য বিষয় ছিল মানুষের মধ্যে মানুষের সম্প্রীতি। নজরুল চর্চা আরও বেশি বৃদ্ধি করতে হবে।”

Advertisement

 

 

Advertisement

 

 

Advertisement

 

অনুষ্ঠানে মানপত্রটি পাঠ করে শোনান অধ্যাপক ড. মহ. আসিফ ইকবাল। এছাড়া পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ, নজরুল গবেষক, কথাশিল্পী, সংগীতশিল্পী ও নজরুল অনুরাগীরা। উদার আকাশের পক্ষ থেকে আবু সাঈদ মহাশয়কে স্মৃতিফলক প্রদান করলেন কাজী নজরুল ইসলাম পরিবারের সদস্য ও সংগীত শিল্পী নূপুর কাজী। পুরস্কার প্রদানের পর সংগীত পরিবেশন করলেন ছায়ানট (কলকাতা)-এর সভাপতি ও নজরুলসংগীত শিল্পী সোমঋতা মল্লিক। কাজী নজরুল ইসলাম-এর কবিতা আবৃত্তি করলেন সুব্রতা ঘোষ রায়, অরণ্য স্পন্দন ভদ্র, তিস্তা দে, ইন্দ্রাণী লাহিড়ী, সুকন্যা রায়, দেবযানী বিশ্বাস, মনিরুল ইসলাম, মহ. হাসানুজ্জামান, জাকির হোসেন, শাহজাহান শাজু প্রমুখ।

Advertisement

 

 

Advertisement

 

 

Advertisement

 

১৯ মে বাংলা ভাষা আন্দোলন নিয়ে স্মারক বক্তব্য রাখেন গবেষক, লেখক ডাঃ পার্থসারথি মুখোপাধ্যায়।

Advertisement

 

 

Advertisement

 

 

Advertisement

 

স্বরচিত কবিতা পাঠ করলেন কবি মুজতবা আল মামুন, আলমগীর রহমান, প্রবীর ঘোষ রায়, সামিমা মল্লিক, লিটন রাকিব, আরফিনা প্রমুখ। এছাড়া বিশেষ বক্তব্য রাখেন প্রাক্তন সাংসদ ও জনপ্রিয় লেখক অনুষ্ঠানের সভাপতি ড. মইনুল হাসান, প্রাক্তন আধিকারিক আরফান আলি বিশ্বাস, অধ্যাপক ড. কুমারেশ চক্রবর্তী, এমদাদুল হক নূর এবং প্রাবন্ধিক সোনা বন্দ্যোপাধ্যায়। অনুষ্ঠানের নজরুল গীতি গেয়ে শোনান শামসাদ বেগম।

Advertisement

 

অনুষ্ঠানটি পরিচালনা করলেন কবি ফারুক আহমেদ।

Advertisement