১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
Advertisement

ঈদের চাঁদা আদায়কে কেন্দ্র করে মহিলাকে মারধোরের অভিযোগ দুই তৃণমূল কর্মীর বিরুদ্ধে

পাপাই সরকার : শহর বর্ধমানের বাদশাহীরোড মাঠপাড়ায় মঙ্গলবার ঈদের চাঁদার টাকা নিতে গিয়েছিলো সেই টাকা না দেওয়াতে মারধরের অভিযোগ তুললো এক মহিলা।

 

Advertisement

 

 

Advertisement

অভিযোগের তীর মাঠপাড়া নদীরধারের তৃণমূলের ২ কর্মী শাহাদাত ও রাজেশের বিরুদ্ধে । এলাকার প্রতিটি বাড়িতেই ঈদ উপলক্ষে ১০০০ টাকা করে চাঁদা কেটেছিল আর সেই চাঁদা দিতে না পারাতেই মঙ্গলবার দুপুর ১২টায় ফেলে মেরেছে বলে অভিযোগ তুললেন বুল্টি বিবি।

 

Advertisement

 

 

Advertisement

এ বিষয়ে তিনি বর্ধমান মহিলা থানায় অভিযোগ করেছেন বলে জানান। তাদের অভিযোগ ১০০০ টাকা চাঁদা না দিতে পারতেই শাহাদাত ও রাজেস দাঁড়িয়ে থেকে তাদেরকে মারধর করালো। বুলটি বিবিকে তার পরিবারের লোকজন চিকিৎসার জন্য বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে তার বামহাত গুরুত্ব জখম হয়েছে বলে জানা গেছে।

 

Advertisement

 

এ বিষয়ে পশ্চিমবঙ্গ রাজ্য তৃণমূল কংগ্রেসের মুখপাত্র প্রসেনজিৎ দাস জানিয়েছেন, এর সঙ্গে তৃণমূলের কোনো সম্পর্ক নেই | কে কোথায় চাঁদা চাইতে গিয়ে অশান্তি করবে, সেটা পুলিশে অভিযোগ করুক পুলিশ অবস্থা নেবে। পশ্চিমবঙ্গে আইনের শাসন চলছে। এর সঙ্গে দল কোনভাবে যুক্ত নয় |

Advertisement