১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
Advertisement

জাতীয় চিকিৎসক দিবস উপলক্ষে আজ শুশুনিয়া ঐকতানের চিকিৎসক সম্মানণা ও রক্তদান উৎসব

নিজস্ব সংবাদদাতা :জাতীয় চিকিৎসক দিবস উপলক্ষে আজ শুশুনিয়া ঐকতানের চিকিৎসক সম্মানণা ও রক্তদান উৎসব

 

Advertisement

 

 

Advertisement

 

 

Advertisement

 

 

Advertisement

গত ১ ই জুলাই জাতীয় চিকিৎসক দিবস পালিত হয়েছে দেশজুড়ে, তবে ঐকতানিকরা আজ ৫ ই জুলাই বিশ্ব চিকিৎসক দিবস উপলক্ষে রক্তদান উৎসবের আয়োজন করল ‌।

 

Advertisement

 

 

Advertisement

 

 

Advertisement

 

 

Advertisement

শুশুনিয়া আমরা সবাই দুর্গোৎসব সমিতির পুজো প্রাঙ্গনে আজ সকাল ১০টা নাগাদ এই রক্তদান উৎসব শুরু হয়। এই সেচ্ছায় রক্তদান কর্মসূচির অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছাতনা থানার এ এস আই সঞ্জয় চক্রবর্তী, ছাতনা ব্লক স্বাস্থ্য আধিকারিক ডা: অতনু পাত্র, ছাতনা পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ শংকর চক্রবর্তী, পূর্ত কর্মাদক্ষ স্বপন মন্ডল, বিশিষ্ট দুই সমাজসেবী সত্যেন ব্যানার্জি ও শান্তব্রত সেন।

 

Advertisement

 

 

Advertisement

 

 

Advertisement

 

আজ রক্তদান উৎসবের মঞ্চ থেকে এলাকার বিশিষ্ট পাঁচজন চিকিৎসকের হাতে তুলে দেওয়া হয় ঐকতানিকদের হাতে তৈরি বিশেষ সম্মাননা স্মারক। ঐকতানিক বর্ণে অতিথিদের মাথায় পাতার মুকুট পরিয়ে বরণ করে নেওয়া হয় অনুষ্ঠানের শুরুতে। বৃক্ষ শিশুতে জল দিয়ে রক্তদান উৎসবের শুভ সূচনা করেন বিশিষ্ট অতিথিবর্গরা।

Advertisement

গতকাল বর্ষীয়ান চিত্রপরিচালক তরুণ মজুমদারের প্রয়ানে আজ রক্তদান উৎসবের চত্বরে তার জীবনী নির্ভর একটি প্রর্দশনীর মাধ্যমে পরিচালককে সম্মান জানান ঐকতানিকরা।

Advertisement