১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
Advertisement

অপারেশন পুষ্টি

সঞ্জয় ঘটক :বাঁকুড়া জেলার জঙ্গল মহল সারেঙ্গা ব্লকের সারেঙ্গা বিডিও অফিসের একটি মিটিং হলে আজ অনুষ্ঠিত হলো অপুষ্ট শিশুদের জন্য অপারেশন পুষ্টি ।এই দিন অনুষ্ঠানের মধ্য দিয়ে অপুষ্ট বাচ্চাদের পরিবারের হাতে তুলে দেওয়া হয় বেশকিছু ফলের চারা,হ্যান্ড ওয়াশ,সাবান,জুতো, এবং বিভিন্ন ধরণের সবজির বীজ । এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঁকুড়া জেলার জেলা পরিষদের সভাধিপতি তথা রাইপুর বিধান সভার বিধায়ক মৃত্যুঞ্জয় মুর্মু,পঞ্চায়েত সমিতির সভানেত্রী আলপনা লোহার,সারেঙ্গা ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক ফাহিম আলম,শিশু কল্যাণ আধিকারিক অভিজিৎ মন্ডল,ব্লক কৃষি আধিকারিক সজল পতি, পঞ্চায়েত সমিতির সহ: সভাপতি শেখর রাউত,শিশু ও নারী কর্মাধক্ষ চিনা পাতর সহ বিশিষ্ট জনেরা ।এই শিশু পুষ্টি সম্বন্ধে রায়পুরের বিধায়ক মৃত্যুঞ্জয় বাবু জানান যে সারেঙ্গাতে সাতচল্লিশ জন অপুষ্টি বাচ্চা দের পরিবারের হাতে কিছু নিওট্রেশন কিট দিয়েছি,সব্জি বিচ,বেশকিছু ফলের চারা ,হ্যান্ড ওয়াশ,সাবান ,জুতো তুলে দেওয়া হয়েছে এবং এই অনুষ্ঠানের মধ্য দিয়ে মায়েদের কে সচেতন করা হলো , যেমন আঙুলের নখ কেটে দিতে হবে ,খাবার আগে হাত ধুতে হবে,বাচ্চাদেরকে পরিস্কার পরিচ্ছন্ন রাখতে হবে , যতদিন পযন্ত অপুষ্ট বাচ্চারা পুষ্ট হচ্ছে ততদিন পয্যন্ত এই প্রোগ্রাম চলবে ।

Advertisement