১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
Advertisement

রাজপুর হাই মাদ্রাসার সুবর্ণজয়ন্তী উপলক্ষে কর্মসূচি

নিজস্ব সংবাদদাতা :রাজপুর হাই মাদ্রাসার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে এদিন মাদ্রাসার প্রধান শিক্ষক আবদুল আজিজ আলমের উদ্যোগে ও তার সহকারী শিক্ষক- শিক্ষিকা, শিক্ষাকর্মী বৃন্দ এবং পরিচালন সমিতির সকল সদস্য ও সুবর্ণ জয়ন্তী কমিটির সদস্য বৃন্দের নিরলস সহযোগিতায় ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তির উপস্থিতিতে অনুষ্ঠিত হলো একদিনের বিনামূল্যে স্বাস্থ্য শিবিরের মত মহান কর্মসূচি অনুষ্ঠান।

 

Advertisement

কনিষ্ক সুপার স্পেশালিটি হাস্পাতালের অপরিমেয় সহযোগিতায় এই সফলতা অর্জন করেছে।

 

Advertisement

এই স্বাস্থ্যশিবিরে উপস্থিত ছিলেন, বহু সনামধন্য ডাক্তার বাবু এবং তাদের সহকর্মীবৃন্দ। যাদের উজ্জ্বল উপস্থিতি বাস্তবায়িত হয়েছে এই কর্মসূচি। ডঃ এফ. জামান,নিউরো বিভাগ, ডঃ এ.হক গ্যাস্ট্রোলজি বিভাগ, ডঃ শুভদীপ বিশ্বাস মেডিসিন ও কার্ডিওবিভাগ , ডঃ সুব্রত সরকার জেনারেল সার্জেন বিভাগ, ডঃ নীলমাধব মন্ডল ও ডঃ সেখ আমিরুল ,চক্ষু বিভাগ, ডঃ এস এস মুর্মু৷ ও অনন্ত হাঁসদা গাইনোকলজিষ্ট বিভাগ , ডঃ সুনির্মল সরেন মেডিসিন বিভাগ, ডঃ শুভম ধ্যুয়া দন্ত বিভাগ। এছাড়াও এই স্বাস্থ্য শিবিরে আজ ইসিজি পরীক্ষা ও বিনামূল্যে ওষুধ ও দেওয়ার ব্যবস্থাও করা হয়েছিল। আজকের এই কর্মসূচি তে প্রায় ১৩০০ মানুষ নিজেদের চিকিৎসা করাতে এসেছিলেন। সারাদিন ব্যাপী এই কর্মযজ্ঞে বিভিন্ন সময়ে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী তারাশঙ্কর রায় সভাপতি, তালডাংরা ব্লক, আই. সি.আমডাংড়া ফাঁড়ি ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিগন। খুব সুন্দর ব্যবস্থাপনার মধ্য দিয়ে আজকের এই মহতী কর্মযজ্ঞ শেষ হয়েছে। এর আগেও ৫ ই নভেম্বর রক্তদান শিবিরের মত মহান কর্মসূচি করেছিলো রাজপুর হাই মাদ্রাসা , যেখানে ১০০ জন মানুষ স্বেচ্ছায় রক্ত দিয়ে রাজপুর হাই মাদ্রাসাকে গৌরবান্বিত করেছিলেন। জানুয়ারী মাসের ১৯,২০ ও ২১ তারিখ অনুষ্ঠানের মধ্য দিয়ে সমাপ্ত করবেন তাদের সুবর্ণ জয়ন্তী বর্ষ উদযাপনের ঐতিহাসিক মূহুর্ত।মাদ্রাসার প্রধান শিক্ষক মহাশয়ের এমন সেবামূলক চিন্তাধারা ও সফলভাবে বাস্তবায়িত করা সত্যিই প্রশংসার দাবি রাখে।

Advertisement