১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
Advertisement

রক্তের সংকট মেটাতে ছোট সারেঙ্গা বিবাদী ক্লাব

সঞ্জয় ঘটক :ব্লাড ব্যাঙ্কে গ্রীষ্ম কালিন রক্তের চাহিদা মেটাতে সারেঙ্গায় স্বেচ্ছায় রক্তদান শিবির করলো ছোট সারেঙ্গা বিবাদি ক্লাব।

 

Advertisement

সাধারণত প্রতি বছর মার্চ এপ্রিল মাসে দেখা যায় জেলার ব্লাড ব্যাংকগুলিতে রক্তের চাহিদা।

 

Advertisement

 

 

Advertisement

 

এই সময় রক্তের চাহিদা মেটাতে উদ্যোগী হল ছোট সারেঙ্গা বিবাদী ক্লাব।রবিবার সারেঙ্গা বিবাদী ক্লাবের উদ্যোগে ছোট সারেঙ্গায় অনুষ্ঠিত হলো স্বেচ্ছায় রক্তদান শিবির এই দিন এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন সারেঙ্গা সমষ্টি উন্নয়ন আধিকারিক ফাহিম আলম, সারেঙ্গা থানার আইসি সুজিত ভট্টাচার্য,পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি শেখর রাউত, পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ দিব্যেন্দু সন্নিগ্রহী,সারেঙ্গা পিটিটিআই কলেজের অধ্যক্ষ সাধন মহান্তি সহ বিবাদী ক্লাবের কর্মকর্তা ও সদস্যরা। এই দিন ফিতে কেটে এই স্বেচ্ছায় রক্তদান শিবিরের শুভ উদ্বোধন করেন সমষ্টি উন্নয়ন আধিকারিক ফাহিম আলম। ক্লাবের পক্ষ থেকে জানা গেছে স্বেচ্ছায় রক্তদান শিবিরে মোট ৫২ জন স্বেচ্ছায় রক্তদান করেছেন তার মধ্যে দুজন মহিলাও ছিলেন।

Advertisement