১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
Advertisement

বাড়ি থেকে অভিমানে চলে আসা মেয়েকে তার বাবা মায়ের হাতে ফিরিয়ে দিল রেল সুরক্ষা বাহিনী

নিজস্ব সংবাদদাতা :বাবা মা বকেছিল, তাই বাড়ি থেকে পালিয়ে সোনামুখী স্টেশনে চলে এসেছিল প্রতিমা বাউরী সেই প্রতিমাকে এবার তার মা-বাবার কাছে ফিরিয়ে দিল সোনামুখীর রেল সুরক্ষা বাহিনী।
গত পয়লা জানুয়ারি সোনামুখী স্টেশনের দায়িত্বে ছিলেন আরপিএফ কনস্টেবল উত্তম সিট। রাত বারোটা নাগাদ তিনি লক্ষ‍্য করেন এক নম্বর প্লাটফর্মের চলমান সিঁড়ির কাছে একটি মেয়ে দিকভ্রান্ত ভাবে ঘুরে বেড়াচ্ছে। তো সন্দেহ হয় তিনি সঙ্গে সঙ্গে বিষয়টি সুরক্ষা বাহিনী এসআইপিএফ এ কে নাদ কে জানান। দুজনে তখন মেয়েটিকে জিজ্ঞাসাবাদ করে জানা যায় তার বাড়ি সোনামুখী শহরে সিনেমা তলায়। সে জানায় তার মা তাকে বকাবকি করেছিল তাই কাউকে না জানিয়ে সে বাড়ি থেকে পালিয়ে আসে। এরপর শ্রী নাদ ওই মেয়েটির কাছ থেকে তার বাবার ফোন নাম্বারটি নিয়ে তাকে ফোন করে। পরবর্তীকালে তার বাবা-মা এবং অন্যান্য আত্মীয়-স্বজন এলে রেল সুরক্ষা বাহিনীর আধিকারিকরা উপযুক্ত প্রমাণের ভিত্তিতে মেয়েটিকে তাদের হাতে তুলে দেয়। হারিয়ে যাওয়া মেয়েকে পেয়ে আপ্লুত হয়ে তার মা জানান, অনেক বড় দুর্ঘটনার হাত থেকে রেল সুরক্ষা বাহিনী আমাদের বাঁচালো, মায়ের কাছে তার মেয়েকে ফেলে দিল এর জন্য তাদের অনেক ধন্যবাদ।

Advertisement