১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
Advertisement

রেল সুরক্ষা বাহিনীর তৎপরতায় মেয়েকে ফিরে পেলেন বাবা

নিজস্ব সংবাদদাতা :দিকভ্রষ্ট হওয়া এক কিশোরীকে বাঁকুড়া স্টেশন চত্বর থেকে উদ্ধার করে তার পরিবারের হাতে ফিরিয়ে দিয়ে আবার একবার মানবিকতার পরিচয় দিল রেল সুরক্ষা বাহিনী বাঁকুড়া।। গত ৬ জানুয়ারি বাঁকুড়া রেল সুরক্ষা বাহিনীর লেডি সাব-ইন্সপেক্টর আলপনা কুমারী, এসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর সি কে সোয়াইন এবং লেডি কনস্টেবল এম আমানি ও জি সপ্না স্টেশন চত্বরে যখন তাদের দৈনন্দিন নজরদারি চালাচ্ছিলেন তখন তারা লক্ষ্য করেন স্টেশনে এক নম্বর প্লাটফর্মের বেঞ্চে একটি মেয়ে কেঁদে চলেছে। সঙ্গে সঙ্গে তারা বিষয়টিতে হস্তক্ষেপ করে এবং বাঁকুড়া রেল সুরক্ষা বাহিনী পোস্টে খবর দেন। মেয়েটিকে জিজ্ঞাসাবাদের পর তারা জানতে পারেন মেয়েটির নাম সুলেখা বাউরী বাড়ি পুরুলিয়ার কাশিপুর থানা এলাকার নতুনগ্রামে। সে রঘুনাথপুর আই টি আই কলেজে যাওয়ার জন্য রঘুনাথপুরের নয় ভুলবশত আদ্রা – মেদিনীপুর রুটের ট্রেনে উঠে পড়েছিল।পরে বুঝতে পেরে সে বাঁকুড়া ষ্টেশনে নেমে যায়। সব শুনে রেল সুরক্ষা বাহিনীর আধিকারিকরা সঙ্গে সঙ্গে মেয়েটিকে উদ্ধার করে তারা আরপিএফ পোস্টে নিয়ে আসে এবং লেডিস সাব-ইন্সপেক্টর আলপনা কুমারী অত্যন্ত যত্নসহকারে মেয়েটির দেখভাল করেন। পরে তার কাছ থেকে তার বাড়ির ফোন নাম্বার নিয়ে বাড়িতে যোগাযোগ করে এবং বেলা সাড়ে ১১ টা নাগাদ মেয়েটির বাবা এলে যথার্থ প্রমাণ দেখে ওই মেয়েটিকে তারা তার বাবার হাতে তাকে তুলে দেয়। মেয়েকে ফিরে পেয়ে আপ্লুত মেয়েটির বাবা রেল সুরক্ষা বাহিনী কে ধন্যবাদ জানিয়ে বলেন, এখন যখন সমাজে নারী নিরাপত্তা নিয়েই বিস্তর প্রশ্ন রয়েছে তখন রেল সুরক্ষা বাহিনীর এই ভূমিকা আমাকে সত্যিই মুগ্ধ করেছে।

Advertisement