১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
Advertisement

বর্ধমান মহিলা থানার উদ্যোগে ও সহযোদ্ধার ব্যবস্থাপনায় স্বয়ংসিদ্ধা কর্মসূচি

নূতন ভোরের প্রতিবেদন : এই দিন বর্ধমান মহিলা থানার উদ্যোগে বর্ধমান সহযোদ্ধার ব্যবস্থাপনায় স্বয়ংসিদ্ধা কর্মসূচি অনুষ্ঠিত হলো তালিত গৌড়েশ্বর উচ্চ বিদ্যালয়ে।

 

Advertisement

 

এদিনের আলোচনার বিষয় ছিল, মানব পাচার, ট্রাফিকিং ,কম বয়সী বিয়ে ।।

Advertisement

 

এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বর্ধমান মহিলা থানার ভারপ্রাপ্ত অধিকারী বনানী রায়, বর্ধমান সহযোদ্ধার সম্পাদক প্রীতিলতা বন্দ্যোপাধ্যায়, সহসভাপতি ফাল্গুনী দাস রজক, তালিত গৌড়েশ্বর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিখিল কুমার খা, বেলকাশ গ্রাম পঞ্চায়েতের প্রধান জাহানারা খাতুন।

Advertisement

এদিন মূলত বিদ্যালয়ের ছাত্রীদের কম বয়সে বিয়ে তার প্রভাব, কিভাবে মানব পাচার হয় তার কুফল, ট্রাফিকিং কিভাবে রোধ করা যায় প্রভৃতি বিষয়ে আলোচনা করে বর্ধমান মহিলা থানার ভারপ্রাপ্ত আধিকারিক বনানী রায়।

Advertisement