১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
Advertisement

নেতাজিকে শ্রদ্ধা সাহিত্য পরিষদের

প্রীতিলতা ব্যানার্জি :আজ বঙ্গীয় সাহিত্য পরিষদ এর বর্ধমান শাখা বর্ধমান সাহিত্য পরিষদের উদ্যোগে মহান দেশনায়ক বিপ্লবী নেতাজি সুভাষ চন্দ্র বোসের ১২৮তম জন্মদিবস টি মর্যাদার সাথে পালন করা হয়, সকাল সাড়ে দশটায় অনুষ্ঠান শুরু হয় চলে বেলা বারো টা পর্যন্ত, সমবেত সংগীতের মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু হয়, দেশভক্তি সংগীত পরিবেশন হয়, জাতীয় পতাকা উত্তোলন করেন সম্পাদক কাশী নাথ গাঙ্গুলী |

 

Advertisement

 

 

Advertisement

 

নেতাজির মহান জীবনী নিয়ে আলোচনা করেন সম্পাদক কাশী নাথ গাঙ্গুলী, সাহিত্যিক নিখিল চক্রবর্তী, অধ্যাপক সুজিৎ চট্ট পাধ্যায়, লেখক প্রদীপ ব্যানার্জী, তরুণ কবি সৌম পাল, বরুন মজুমদার, সমাপ্তিকা মন্ডল, সাংবাদিক অপূর্ব দাস, দুরন্ত নাগ, অনন্ত মন্ডল, সংগীতে অংশ নেন করবি ঘোষ, স্বাগতা বন্দোপাধ্যায়, চন্দনা সরকার, দেবনাথ মুখার্জী, সবিতা চট্ট পাধ্যায়, রত্না সরকার, স্বাতী ব্যানার্জী, সৌরেন ঘোষ, মিতা মন্ডল, প্রীতি বিশ্বাস, অধ্যাপক সুজিৎ চট্ট পাধ্যায় ও বাচিক শিল্পী সায়ন্তি হাজরা, পাল এর সুচারু পরিচালনাতে অনুষ্ঠান প্রানবন্ত হয়ে ওঠে | কবিতা পাঠে অংশ নেন কবি অরুন শিকদার, তাপস ভূষণ সেনগুপ্ত, অশোক বর্মন, মন্দিরা মুখার্জী, রত্না সরকার, মিতা মন্ডল, শিক্ষক মানব সরকার, আইনজীবী সঞ্জয় ঘোষ, হরি শঙ্কর মাঝিলাপ্রমুখ, তবলা সঙ্গত করেন সৌরেন ঘোষ, স্মৃতি চারণা, মাল্যদান, গান, কবিতার মধ্যে দিয়ে দেশ নেতা নেতাজি কে শ্রদ্ধা জানানো হয়, শীতের মধ্যে ও উপস্তিতি যথেষ্ট থাকে,

Advertisement