১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
Advertisement

জঙ্গলমহলে মিড ডে মিল কর্মীদের ডেপুটেশন

সঞ্জয় ঘটক, সারেঙ্গা : বাঁকুড়া জেলার জঙ্গল মহল সারেঙ্গা ব্লকে মিড-ডে মিল কর্মীদের বেতন বৃদ্ধি, বারো মাসের বেতন দেওয়া, স্থায়ী সরকারী কর্মীর মর্যাদা, পি,এফ, পেনশন, বোনাস প্রদান এবং এই প্রকল্পকে আরো উন্নত করার দাবিতে সারেঙ্গা বিডিও অফিসে ডেপুটেশন দিল মিড-ডে-মিল কর্মী ইউনিয়নের পক্ষ থেকে ।এই দিন সারেঙ্গা মিশন ময়দান থেকে প্রায় আড়াইশো থেকে তিনশো জন মহিলা মিড-ডে-মিল কর্মীরা হাতে ব্যানার ও প্লাকেড নিয়ে সারেঙ্গা বাজার পরিক্রমা করে সারেঙ্গা বিডিও অফিসের সামনে বিক্ষোভ দেখাতে থাকে এবং বিডিও নিকট ন দফা দাবি দাওয়া নিয়ে ডেপুটেশন দেন । এই প্রসঙ্গে মিড-ডে-মিল কর্মী পুষ্প গরাই সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান যে মিড-ডে-মিল কর্মীদের স্থায়ী সরকারি কর্মীর স্বীকৃতি দিতে হবে ,বছরে বারো মাসের মাইনে দিতে হবে,মাসিক নূন্যতম ১৮,০০০ টাকা বেতন দিতে হবে,মাতৃত্বকালীন সবেতন ছুটি ,ছাত্র-ছাত্রীদের সুষম ও পুষ্টিকর খাবারের জন্য বরাদ্দ বাড়াতে হবে, মিড-ডে-মিল কর্মীদের জন্য খাদ্য বরাদ্দ করতে হবে,রান্নার জন্য গ্যাস সিলিন্ডার সরবরাহ করতে হবে,অবসর কালীন মিড-ডে-মিল কর্মীদের পাঁচ লক্ষ টাকা ভাতা দিতে হবে। তিনি এও বলেন যে আমরা ডেপুটেশন জমা দিয়েছি,যদি আমাদের দাবি না মানা হয় তা হলে আমরা বৃহত্তর আন্দোলনে যাবো ।

Advertisement