১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
Advertisement

সচেতন মূলক কর্মসূচি পালন করল আরপিএফ

সঞ্জয় মন্ডল:-আজ ২৯ এ সেপ্টেম্বর ২০২৩ পূর্ব বর্ধমানের ভাতার ব্লকের বলগনা রেল স্টেশনে প্যাসেঞ্জার সচেতনতা কর্মসূচি পালিত হলো,মূলত রেলওয়ে প্রটেকশন ফোর্সের উদ্যোগেই এই অভিনব কর্মসূচি বলে জানা যায়।

 

Advertisement

 

 

Advertisement

 

ট্রেনে অথবা প্লাটফর্মে অগ্নিকান্ড ঘটলে,কোনো দুর্ঘটনা ঘটলে,ট্রেন এবং প্লাটফর্মে ধূমপান করলে, বিনা টিকিটে ট্রেনে উঠলে,

Advertisement

প্লাটফর্মে কোনো দাহ্য বস্তু রাখলে,ট্রেনের মধ্যে কোন দাহ্যবস্তু বহন করলে,মহিলা কামরায় পুরুষ উঠলে, কোথায় যেতে হবে, কি কি করনীয় ,সমস্ত বিষয়গুলিকে ডেমির মাধ্যমে দেখানো হয়। আরপিএফ এবং ফায়ার ব্রিগেডের সচেতনতামূলক কর্মসূচিতে খুশি স্থানীয় মানুষজন।

 

Advertisement

 

 

Advertisement

এদিন উপস্থিত ছিলেন আরপিএফ ইন্সপেক্টর সুনীল কুমার সিং,সাব ইন্সপেক্টর অনিল কুমার,বলগোনা স্টেশন ম্যানেজার রামাসিস দাস, হেড কনস্টেবল বিশ্বজিৎ মুখার্জি সহ আরপিএফ এর কর্মীবৃন্দ এবং ভাতার হসপিটাল এবং ফায়ার ব্রিগেডের কর্মীবৃন্দ।

Advertisement