১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
Advertisement

সাহিত্য পরিষদের ঋতুরাজ কে অভ্যর্থনা

নিজস্ব সংবাদদাতা :বর্ধমান সাহিত্য পরিষদ ভবনে অনুষ্ঠিত হলো মাসিক দ্বিতীয় সাহিত্যর আসর।

 

Advertisement

 

 

Advertisement

ঋতুরাজ বসন্তকে স্বাগত জানিয়ে গান, কবিতা পাঠ ও মনোগ্রাহী আলোচনা হয়।অনুষ্ঠানের সূচনা করেন সম্পাদক কাশীনাথ গাঙ্গুলী, তিনি নিজের লেখা একটা বসন্ত ঋতুকে কে নিয়ে কবিতা পাঠ করেন,|

 

Advertisement

 

আলোচনাতে অংশ নেন বিশিষ্ট কবি, লেখক ও নাট্যকার ডক্টর দেবেশ ঠাকুর, সাহিত্য গবেষক বিদ্যা ভূষণ ভট্টাচাৰ্য, সমাপ্তিকা মন্ডল, শিক্ষক মানব সরকার, সৌরেন ঘোষ, সাংবাদিক অপূর্ব দাস, কবিতা পাঠে অংশ নেন, কাকলি মজুমদার, কবি অরুন শিকদার, সুধীর হাজরা, শুক্লা গাঙ্গুলী, অশোক বর্মন, তাপস ভূষণ সেনগুপ্ত, বাচিক শিল্পী উত্তম ব্যানার্জী, মিতা মন্ডল, সবিতা চট্টোপাধ্যায়, সংগীতে অংশ নেন পম্পা ঘোষ, স্বাতী ব্যানার্জি, শুভ্রা সরকার, স্মৃতি কণা রায়, চন্দনা সরকার, রিতা সাউ, রত্নাসরকার, মিলিসান্যাল, গার্গী মল্লিক প্রমুখ, সঞ্চালনায় ছিলেন সমাপ্তিকা মন্ডল ও সম্পাদক কাশী নাথ গাঙ্গুলী।

Advertisement