১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
Advertisement

বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ে নোবেল জয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়

পাপিয়া বারুই :শনিবার বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের ইন্টারফেসের পক্ষ থেকে আন্তর্জালিক মাধ্যমে উপস্থিত হয়েছিলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিত বিনায়ক বন্দ্যোপাধ্যায়।

 

Advertisement

 

 

Advertisement

 

মূলতঃ উপাচার্য দেবনারায়ন বন্দ্যোপাধ্যায় ও ইন্টারফেসের তিন সদস্য সুখেন্দু দাস, নিরুপম হাজরা ও কৌশিক ঘোষের সাথে এক প্রশ্নোত্তরমূলক বার্তালাপে অংশ নিয়েছিলেন অভিজিত বাবু। সেখানে আধুনিক রাষ্ট্রে বৃদ্ধ-বৃদ্ধাদের একাকীত্ব, তাদের মানসিক স্বাস্থ্যের প্রতি কি রকম গুরুত্ব দেওয়া উচিত, পুঁজিবাদী কাঠামোর ভবিষ্যৎ কি, অতিমারী উত্তর পরিস্থিতিতে জনকল্যাণকর রাষ্ট্রের বর্তমান অবস্থান নিয়ে বাংলা ভাষায় সুন্দর সহজ করে বক্তব্য রাখেন অভিজিত বাবু।

Advertisement

 

 

Advertisement

 

 

Advertisement

তাঁর এই মনোগ্রাহী বাংলা ভাষার মাধ্যমে আলোচনায় সবচেয়ে উপকৃত হয়েছে বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের উপস্থিত ছাত্র-ছাত্রীরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের নিবন্ধক সুবীর কুমার রায়, ডিন জয়ন্ত কুমার সাহা সহ বিশ্ববিদ্যালয় ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যাপক, আধিকারিক, শিক্ষাবন্ধু ও ছাত্র ছাত্রীরা।

Advertisement