১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
Advertisement

ভাষা দিবসে সাহিত্য পরিষদ

নিজস্ব সংবাদদাতা :বঙ্গীয় সাহিত্য পরিষদ এর বর্ধমান শাখা বর্ধমান সাহিত্য পরিষদের উদ্যোগে নিজস্ব ভবনে মর্যাদার সাথে পালন করা হলো একুশে ফেব্রুয়ারী ভাষা দিবসের অনুষ্ঠান। বিকাল সাড়ে চার টা থেকে রাত আট টা পর্যন্ত অনুষ্ঠান চলে, কবি, লেখক, সাহিত্যিক, গানের জগতের অনেকের উপস্তিতিতে অনুষ্ঠান প্রাণবন্ত হয়ে ওঠে।

 

Advertisement

 

 

Advertisement

 

প্রথমে শহীদ দের শ্রদ্ধা জানাতে শহীদ বেদিতে মাল্যদান করা হয়, ওই দিনের তাৎপর্য নিয়ে সম্পাদক কাশীনাথ গাঙ্গুলী প্রথম স্মৃতি চারণা করেন | কবি, সাহিত্যিক সঞ্জীব চক্রবর্তী, সাহিত্য গবেষক বিদ্যা ভূষণ ভট্টাচাৰ্য, অধ্যাপক সুজিত চট্টপাধ্যায়, নিতাই মুখার্জি, লেখক প্রদীপ ব্যানার্জী, দেবনাথ মুখার্জি, সঞ্জয় মন্ডল, অর্জুন ধারা, শিক্ষক মানব সরকার, অধ্যাপিকাআলোক পর্ণা চৌধুরী, সমাপ্তিকা মন্ডল মাতৃ ভাষা নিয়ে সুন্দর বক্তব্য রাখেন |

Advertisement

 

 

Advertisement

 

আমাদের প্রিয় বাংলা ভাষা কে আরো তুলে ধরার জন্য সবাই আবেদন জানান | আজকের দিনের ভাষা দিবসের গান ও কবিতা পরিবেশন করেন স্বাতী ব্যানার্জী, শুভ্রা সরকার, স্বাগতা বন্দ্যোপাধ্যায়, সুষমা মিত্র, তাপস ভূষণ সেনগুপ্ত, সুধীর হাজরা, কল্পনা রায়, বেনজির নাজ, রুবি আজমী, তারা সরকার, রুমা গুহ, সবিতা চট্ট পাধ্যায়, অশোক বর্মন, কবি পার্থ সারথি চৌধুরী, মিতা মন্ডল, রথীন পার্থ মন্ডল, রত্না সরকার, রীনা কুন্ডু, ডাক্তার অভিজিৎ ভট্টাচাৰ্য, প্রীতি বিশ্বাস, রাখি মুখার্জি প্রমুখ | সব মিলিয়ে আজকের ভাষা দিবস অনুষ্ঠানে শহীদ দের প্রতি শ্রদ্ধা জানিয়ে সবাই গান, কবিতা পাঠ করেন।

Advertisement