১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
Advertisement

টিকায় অনীহা! বাড়ি বাড়ি ছুটলেন বিডিও

নীহা কোভিড ভ‍্যাকসিনে। বিষয়টি নজরে আসতেই এবার আসরে নামলেন খোদ কালচিনির বিডিও। বাড়ি বাড়ি পৌঁছে আমজনতাকে বুঝিয়ে টিকাকরণ শিবিরে নিয়ে যান তিনি। একইসঙ্গে একাধিক ব্যক্তিকে একপ্রকার বলপূর্বক টিকাকরণ শিবিরে নিয়ে যান। রবিবার সাপ্তাহিক ছুটির দিনে এমনই দৃশ্য দেখা গেল জেডিএ-র অন্তর্গত প্রত‍্যন্ত দলসিংপাড়া জটুলাইন এলাকায়।

দলসিংপাড়া চা বাগানের জটুলাইন এলাকায় ৫২টি পরিবারের বসবাস। সকলেই তপশিলি উপজাতি সম্প্রদায়ের। আলিপুরদুয়ার জেলার মধ‍্যে অন‍্যতম প্রত‍্যন্ত ও পিছিয়ে পড়া এলাকা জটুলাইন। এই এলাকার সিংহভাগ মানুষই কোনও অজ্ঞাতকারণে টিকা নিতে অনীহা প্রকাশ করেন।

Advertisement

বিষয়টি নজরে আসতেই ব্লক প্রশাসন ও স্ব‍াস্থ্য দপ্তরের উদ্যোগে টিকাকরণ শিবির বসে জটুলাইনে। যদিও সিংহভাগ বাসিন্দাই শিবিরমুখী না হয়ে ঘরেই লুকিয়ে ছিলেন। এরপরই একপ্রকার বলপূর্বক সকলকে টিকাকরণ শিবিরে তুলে নিয়ে যাওয়া হয়।

বিডিও প্রশান্ত বর্মণ জানান, জটুলাইন প্রত‍্যন্ত এলাকা। এখানকার বাসিন্দারা ভ‍্যাকসিন নিতে অনিচ্ছুক। তাঁদের বুঝিয়ে ভ‍্যাকসিন দেওয়া হল এদিন।

Advertisement